Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্বাস্থ্যকেন্দ্রে টাকার বিনিময়ে ভ্যাকসিন দেওয়ার অভিযোগে সন্ধ্যা থেকে উত্তপ্ত হাসপাতাল চত্বর

সোমবার সন্ধ্যা থেকে কোলাঘাট ব্লক স্বাস্থ্য কেন্দ্র ভ্যাকসিন নিয়ে কালোবাজারির অভিযোগ উত্তপ্ত হয়ে উঠলো স্বাস্থ্য কেন্দ্র চত্বর। কোলাঘাট ব্লক স্বাস্থ্য কেন্দ্রে পয়সা দিয়ে ভ্যাকসিন দেওয়ার অভিযোগ করে হাসপাতালে আসা কয়েকজন রোগীর পরিব…

 







সোমবার সন্ধ্যা থেকে কোলাঘাট ব্লক স্বাস্থ্য কেন্দ্র ভ্যাকসিন নিয়ে কালোবাজারির অভিযোগ উত্তপ্ত হয়ে উঠলো স্বাস্থ্য কেন্দ্র চত্বর। কোলাঘাট ব্লক স্বাস্থ্য কেন্দ্রে পয়সা দিয়ে ভ্যাকসিন দেওয়ার অভিযোগ করে হাসপাতালে আসা কয়েকজন রোগীর পরিবারের।তাদের অভিযোগ আজ দুপুরে কয়েকজন গাড়ি করে মহিলা আসে,তারা হাসপাতালের বিশেষকক্ষে তাদের ভ্যাকসিন দেয় হাসপাতাল কর্মীরা।এই বিষয় নিয়ে প্রতিবাদ করলে তীব্র বাকবিতন্ডা শুরু হয় হাসপাতাল চত্বরে।এমনকি অভিযুক্ত এক হাসপাতাল কর্মী তার সাইকেল,কাগজপত্র ফেলে পালায়। এলাকাবাসীর অভিযোগ, যে আজ কোন ভ্যাকসিন দেওয়ার ডেট বা নোটিশ ছিলনা। কিন্তু ভিতরে  ভ্যাকসিন নিতে দেখা যায় যে হসপিটালের ভেতরে পয়সাদিয়ে ভ্যাকসিন নিচ্ছেন কয়েকজন। এবং বাইরে একজন দালাল পয়সার বিনিময়ে হসপিটালের ভিতরে লোক ঢোকাচ্ছে এমনই অভিযোগ করেন রোগীর আত্মীয়রা। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে ব্লক স্বাস্থ্য কেন্দ্র চত্বর। ঘটনাস্থলে কোলাঘাট বিটহাউস থানার পুলিশ।  হসপিটালের BMOH  শিবশঙ্কর খানের সাথে যোগাযোগ করা হলেও ফোন তুলেন নি। ইতিমধ্যে এখন উত্তপ্ত হয়ে রয়েছে কোলাঘাট ব্লক স্বাস্থ্য কেন্দ্র চত্বর।এলাকাবাসীদের অভিযোগ,হাসপাতালে দীর্ঘদিন ধরে এইভাবে দালালের মাধ্যমদিয়ে পয়সার বিনিময়ে চলছে লুকিয়ে ভ্যাকসিন দেওয়ার কাজ।হাসপাতাল কর্তৃপক্ষের যোগসাজগে এই সমস্ত কারবার চলছে বলে অভিযোগ।এলাকাবাসীদের দাবী অবিলম্বে এই বিষয়ে প্রশাসনিকভাবে তদন্তে নামা হোক।দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবী ওঠে।


No comments