Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আফ্রিকান সামুরাই আরিফ ইকবাল খান

আফ্রিকার ক্রীতদাস ছিলেন ইয়াসুকে। মোজাম্বিক থেকে এসেছিলেন জাপানে। প্রায় ছয় ফিট উচ্চতার এই কালো মানুষ বিস্মিত করেছিল জাপানিদের। কালো রঙ সত্যি কিনা তা দেখতে বারবার ঘষে ঘষে দেখা হয়েছিল। এই আশ্চর্য্য মূর্তি জাপানে অবস্থিত।  এই ইয়…

 





আফ্রিকার ক্রীতদাস ছিলেন ইয়াসুকে। মোজাম্বিক থেকে এসেছিলেন জাপানে। প্রায় ছয় ফিট উচ্চতার এই কালো মানুষ বিস্মিত করেছিল জাপানিদের। কালো রঙ সত্যি কিনা তা দেখতে বারবার ঘষে ঘষে দেখা হয়েছিল।

 এই আশ্চর্য্য মূর্তি জাপানে অবস্থিত। 

 এই ইয়াসুকে ১৫৭৯ সালে জাপানে পদার্পন বকরেছিলেন। তিনিই প্রথম  আফ্রিকান সামুরাই হয়েছিলেন। আজও জাপানিরা মনে রেখেছে সেই বীরকে। অনেকে বলেন ইনি প্রথম কালো মানুষ যাকে জাপানিরা প্রথম দেখে। এই আফ্রিকান মানব দেখতে পদপিষ্ট হয়েছিলেন অনেক জাপানিরা  । এতই আগ্রহ সৃষ্টি করেছিল সেদিনের ঘটনা।

 নেট ফ্লিক্স এ দেখে আসতে পারেন। 

কুইজপ্রেমীদের জন্য আজ রইলো এই সামুরাই এর ঘটনা ।


No comments