Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতি বিরুদ্ধে অনাস্থা ভোট

গত পঞ্চায়েত নির্বাচনে কোলাঘাট পঞ্চায়েত সমিতিতে ৩৮টি সদস্যের মধ্যে তৃণমূল কংগ্রেস জিতে ছিলেন৩৫ জন সদস্য। সিপিএম জিতেছিলেন তিনটি আসনে। কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হন একতা শুভেন্দু ঘনিষ্ঠ তপন ঘোড়া এবং সহ সভাপতি হন র…

 



 




গত পঞ্চায়েত নির্বাচনে কোলাঘাট পঞ্চায়েত সমিতিতে ৩৮টি সদস্যের মধ্যে তৃণমূল কংগ্রেস জিতে ছিলেন৩৫ জন সদস্য। সিপিএম জিতেছিলেন তিনটি আসনে। কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হন একতা শুভেন্দু ঘনিষ্ঠ তপন ঘোড়া এবং সহ সভাপতি হন রাজু কুন্ডু। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার আগেই অরাজনৈতিক ব্যানারে কোলাঘাটের একটি মঞ্চে দেখা যায় শুভেন্দু অধিকারী এবং কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি তপন ঘোষ সহ-সভাপতি রাজু কুন্ডু কে। আসন্ন বিধানসভা ভোটের আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন শুভেন্দু অধিকারী। কিন্তু বিজেপিতে যোগদান করতে দেখা যায়নি রাজু কুন্ডু এবং তপন ঘোড়াকে। তৃণমূলের তরফ থেকে বিভিন্ন সময়ে অভিযোগ করেন যে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হিসেবে বিজেপির হয়ে কাজকর্ম করছেন কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতি, বিধানসভা ভোট মিটতে পূর্ব মেদিনীপুর তৃণমূলের জেলা সভাপতি সৌমেন মহাপাত্র সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন যে দল বিরোধী কাজের জন্য কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহসভাপতি কে দল থেকে বহিষ্কার করা হয়। এর পরেই পঞ্চায়েত সমিতির সদস্যরা তমলুক মহাকুমার শাসকের কাছে অনাস্থা প্রস্তাব জমা দেন। আজ কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভা কক্ষে পঞ্চায়েত সমিতির প্রায় 32 জন সদস্য ভোট দেন অনাস্থা পক্ষে। সিপিএমের তিনজন সদস্য এবং সভাপতি সহ সভাপতি সহ আরও এক সদস্য উপস্থিত হননি।৩২টি ভোটে অনাস্থা প্রস্তাব গৃহীত হয়। কোলাঘাট পঞ্চায়েত সমিতির সদস্য সুরজিৎ মাইতি বলেন গত বিধানসভায় বিজেপির হয়ে কাজকর্ম করেছেন সভাপতি সহ সভাপতি। তাই আমরা সবাই অনাস্থা পস্তাবে সমর্থন করি। কোলাঘাট পঞ্চাশ সমিতির সহ-সভাপতি রাজু কুন্ডু বলেন দল আমাদের মনে করেছিল কাজ করতে পারব তাই সহ সভাপতি পদে বসিয়ে এখন দল ভেবেছে আমার চাইতে অন্যকেও ভালো কাজ করতে পারবে তাই অনাস্থা প্রস্তাব করেছে । তবে যে সভাপতি ও সহ-সভাপতি হোক না কেন কোলাঘাটের মানুষের সাথে যদি ভাল কাজ হয় আমি সমর্থন করবো।বিজেপি কটাক্ষ করতে ছাড়েনি। বিজেপি নেতা দেবব্রত পট্টনায়ক বলেন ওরা মানুষের কাজ করা নিয়ে ভাবেনি। কি করে ভ্যাকসিন হবে, বৃষ্টি হলে কি করে কোলাঘাট বাজার থেকে জল বের হবে, মানুষের কাজ কিভাবে পাবেন সেই নিয়ে ওদের কোনো মাথাব্যথা নেই শুরু কে পদে থাকবেন সেই নিয়ে ব্যস্ত, আগামী পঞ্চায়েতে ভোটে কোলাঘাটের বাসিন্দারা তৃণমূলকে অনাস্থা করে দেবে, আমরা তো এখনো ওদেরকে বিজেপির পতাকা হাতে নিতে দেখেযায়নি রাজু কুন্ডু কিংবা তপন ঘোড়াকে। এটা ওদের আভ্যন্তরীণ  ব্যাপার এর সাথে আমাদের কোন সম্পর্ক নেই। আজ সকাল থেকে কোলাঘাট ব্লক চত্বরের পুলিশের নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। সব মিলিয়ে আবারও রাজনৈতিক উত্তপ্ত কোলাঘাট।

No comments