Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সাত শিশুর দেহে মিলল করোনার ভাইরাস

সাসপেক্টেড সিমট্রোম নিয়ে পাঁচ দিনে ভর্তি হওয়া সাত শিশুর দেহে মিলল করনার ভাইরাস।তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে শিশুরোগ বিশেষজ্ঞের কড়া সতর্কবার্তা শিশু-পরিজনদের ।তৃতীয় ঢেউ-এ কি ফের চরিত্র বদলাচ্ছে এই ভাইরাস, গত পাঁচদিনে ৭ শিশুর কোভিড আক…

 





সাসপেক্টেড সিমট্রোম নিয়ে পাঁচ দিনে ভর্তি হওয়া সাত শিশুর দেহে মিলল করনার ভাইরাস।তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে শিশুরোগ বিশেষজ্ঞের কড়া সতর্কবার্তা শিশু-পরিজনদের ।তৃতীয় ঢেউ-এ কি ফের চরিত্র বদলাচ্ছে এই ভাইরাস, গত পাঁচদিনে ৭ শিশুর কোভিড আক্রান্ত হওয়ার ঘটনায় এই প্রশ্নটাই ভাবাচ্ছে চিকিৎসকদের। কোলাঘাটের এখটি বেসরকারী শিশু নার্সিং হোমে  গত পাঁচদিনে ৭টি শিশু আসে, যাদের বয়স ৭দিন থেকে ১০ বছর,এরা প্রত্যেকেই কোভিড আক্রান্ত। কিন্তু প্রথমে যখন এই শিশুদের ভর্তী করা হয় তখন প্রত্যেকেরই উপসর্গ ছিল  আলাদা আলাদা। কারো জ্বর তো, কেউ আবার শ্বাসকষ্ট,  আবার কারো পেটের যন্ত্রণা কারো আবার হাতে র‍্যাশ বেরিয়ে যাওয়া। ৭টি শিশুরই সাতরকম উপসর্গ। তবে অধিকাংশ ক্ষেত্রেই বাচ্চাদের মা বা  বাবা কেউই কোনোদিন কোভিড আক্রান্ত হননি। ফলে এখানেই প্রশ্ন তুলেছেন চিকিৎসকরা তাহলে  বাচ্চারা আক্রান্ত হলো কিভাবে? সেক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শ বাবা মা কিংবা বাড়ির লোকজনদের আরো বেশি করে সতর্ক হতে হবে। না হলে সমুহ বিপদ হতেপারে শিশুদের। স্বাস্থ্য দফতরের রিপোর্ট করনার তৃতীয় ঢেউ   ছড়িয়ে পড়তে এখোনো বেশকিছুটা দেরি তার আগে ৫ দিনে সাত শিশুর আক্রান্ত হওয়ার ঘটনা বেশকিছুটা আলোড়ন  ফেলে দিয়েছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট চত্বরে  ।

No comments