যে দিন জন্মগ্রহণ করেছিলাম সেদিন আমি খুব কেঁদেছিলাম -আমার কান্নার শব্দে যন্ত্রণা ক্লিষ্ট মায়ের মুখ হাসিতে ভরে গিয়েছিল।তারপর প্রতিবছর নিয়মকরে ঐ দিনটা পালন হয়;আমার জন্মদিন। ছোট বেলায় এই দিনটার অপেক্ষায় থাকতাম ভীষণ মজা হতো-মায়…
যে দিন জন্মগ্রহণ করেছিলাম
সেদিন আমি খুব কেঁদেছিলাম -
আমার কান্নার শব্দে যন্ত্রণা ক্লিষ্ট মায়ের মুখ হাসিতে ভরে গিয়েছিল।
তারপর প্রতিবছর নিয়মকরে ঐ দিনটা পালন হয়;
আমার জন্মদিন।
ছোট বেলায় এই দিনটার অপেক্ষায় থাকতাম
ভীষণ মজা হতো-
মায়ের হাতে তৈরী
ভালোবাসার গন্ধে ভরা সুমিষ্ট পায়েস
বাবার আদর ,
একটা দিন সব ভুল ত্রুটি সহজে হজম করতো বাবা মা
তখন জন্মদিন মানে আনন্দ আর আনন্দ।
সময় পেরিয়ে যাচ্ছে ধীর পায়ে
মা ও চলে গেছে অনেক দূরে
সব সীমা অতিক্রম করে ।
তবুও আমার জন্মদিন পালন হয়
আমার মেয়েরা দিনটা পালন করে ,
বন্ধু ও শুভাকাঙ্খীদের শুভেচ্ছায় ভরে ওঠে মুখ পুস্তিকা ,
বাবা মুখে পায়েস তুলে দেয়-
মোমবাতি নিভিয়ে কেক কাটি
হ্যাপি বার্থ ডে টু ইউ
কথাটা কানে প্রতিধ্বনিত হয়
সমবেত ঐ শব্দের মাঝেও আমি তার পদধ্বনি শুনি।
মোমবাতির সংখ্যা যত বাড়ছে
তত ছোট হচ্ছে আমারজীবন ,
একটার পর একটা জন্মদিনের মধ্য দিয়ে ক্রমশ এগিয়ে চলেছি মৃত্যুর দিকে ,
জন্মদিন এখন আর আমাকে সুখী করতে পারে না
এখন আনন্দের থেকে ভয় পাই বেশি ।।
No comments