নন্দীগ্রাম 2 ব্লকের আমদাবাদ ১নংগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমদাবাদ স্কুলের রেক্রেশান হলঘরে শনিবার সন্ধ্যায় নন্দীগ্রাম 2 দক্ষিণ মন্ডলের উদ্যোগে ভারতীয় জনতা পার্টির কার্যকারী সভা অনুষ্ঠিত হয় । তৃণমূল থেকে মোট প্রায় 200 নেতাকর্ম…
নন্দীগ্রাম 2 ব্লকের আমদাবাদ ১নংগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমদাবাদ স্কুলের রেক্রেশান হলঘরে শনিবার সন্ধ্যায় নন্দীগ্রাম 2 দক্ষিণ মন্ডলের উদ্যোগে ভারতীয় জনতা পার্টির কার্যকারী সভা অনুষ্ঠিত হয় । তৃণমূল থেকে মোট প্রায় 200 নেতাকর্মীর বিজেপিতে যোগদান করেন ।তৃণমূলের অনিমা ভুঁইয়া আমদাবাদ ১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ প্রায় ১00 জন নেতাকর্মী একসাথে বিজেপিতে যোগদান করেন ।তাদের হাতে বিজেপির ঝান্ডা তুলে দেন বিধায়ক শুভেন্দু অধিকারী ।বিজেপির কার্যকরী সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধীদলের নেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী , এছাড়া উপস্থিত ছিলেন তমলুক সংগঠনের বিজেপির সভাপতি নবারুণ নায়েক অন্যান্য নেতাকর্মীরা।
No comments