Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পাকা রাস্তার দাবীতে মাটির রাস্তায় ধান গাছের চারা পুঁতে বিক্ষোভ

ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/b9UtD-uX-Ogযশ ও বুদ্ধ পূর্ণিমার জলোচ্ছ্বাসে বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়ে রাস্তা ঘরবাড়ি ভেঙে পড়েছিল। ধীরে ধীরে মা মাটি মানুষের সরকার রাস্তা ও ভেঙে যাওয়া  বাড়ি নির্মাণ করার উদ্যোগ নিয়েছে…

 





ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/b9UtD-uX-Og

যশ ও বুদ্ধ পূর্ণিমার জলোচ্ছ্বাসে বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়ে রাস্তা ঘরবাড়ি ভেঙে পড়েছিল। ধীরে ধীরে মা মাটি মানুষের সরকার রাস্তা ও ভেঙে যাওয়া  বাড়ি নির্মাণ করার উদ্যোগ নিয়েছেন। দীর্ঘদিনের দাবি পাকা রাস্তার কারণ বর্ষার সময় এলেই কার্যত পথ চলার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয় গ্রামবাসীদের, বহুবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনও সুরাহা না মেলায় এবার অভিনব কায়দায় বিক্ষোভ প্রদর্শন করলো গ্রামবাসীরা, এবারপাকা রাস্তার দাবীতে মাটির রাস্তায় ধান গাছের চারা পুঁতে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লকের নাটশাল ১ নং গ্রাম পঞ্চায়েতের বলরামচক গ্রামের ১২৩ নং বুথের বাসিন্দারা পাকা রাস্তার দাবীতে বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ ভোটের সময় নেতারা এসে প্রতিশ্রুতি দিয়ে যায় কিন্তু কাজের কাজ কিছুই হয় না। পাশাপাশি অনেক জায়গায় পাকা রাস্তা হয়ে গেলেও এই বুথের প্রায় এক কিমি রাস্তা এখনও মাটির। বেহাল রাস্তার জন্য বাচ্চাদের স্কুলের গাড়ি ও রুগী নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুল্যান্স ঢুকতে চায় না। ফলে সমস্যায় পড়তে হয় গ্রামবাসীদের।এই বিষয় নিয়ে বহুবার স্থানীও প্রশাসনকে জানিও কোনো কাজ হয়নি। তাই বাধ্য হয় তাদের এই বিক্ষোভ বলে জানান এলাকার মানুষ। প্রশাসন যাতে গুরুত্ব দিয়ে এই রাস্তা যাতে পাকার তৈরির ব্যবস্থা করে তার জন্য সরকারের কাছে আর্জি তাদের। তবে মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী জানান, স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ বা দাবির যৌক্তিকতা আছে। একশ ভাগ কাজ হয়ে গেছে বলবো না তবে ঐ এলাকার কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে বলে জানান স্থানীয় বিধায়ক।









No comments