Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কাজ হারানোর আশঙ্কায় শ্রমিক বিক্ষোভ

হিরন্ময়ী এনার্জি লিমিটেডশ্রমিক বিক্ষোভ ১১ থেকে ১২ বছর  কাজ করে আসছেন ওই এলাকার উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত পরিবারের শ্রমিকরা।কারখানার শুরুতেই তাদেরকে হিরন্ময়ী এনার্জি লিমিটেড কর্মী হিসেবে অল্প বেতনে কাজ শুরু করেছিলেন । নির্মাণ শ্রমিক…

 




হিরন্ময়ী এনার্জি লিমিটেডশ্রমিক বিক্ষোভ ১১ থেকে ১২ বছর  কাজ করে আসছেন ওই এলাকার উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত পরিবারের শ্রমিকরা।কারখানার শুরুতেই তাদেরকে হিরন্ময়ী এনার্জি লিমিটেড কর্মী হিসেবে অল্প বেতনে কাজ শুরু করেছিলেন । নির্মাণ শ্রমিক হিসেবে  দীর্ঘ ১১ বছর । বর্তমানে ওই কারখানায় উৎপাদন শুরু হয়েছে। কিন্তু হঠাৎই তাদেরকে এসএমএস এর সাহায্যে জানিয়ে দিলেন কোম্পানি আর নিজস্ব বেতন করবে না ।কোন কন্টাকটার নিয়োগ করছেন হিরন্ময়ী এনার্জি লিমিটেড। তার মারফত তাদের বেতন হবে। বিদ্যুৎ উৎপাদনের একটি হলদিয়া প্রতিষ্ঠান।এই কারখানার উদ্বোধন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কোম্পানি ঐ এলাকায় কিসমত শিব রামনগর, কশবেড়িয়া পরিবেশ দূষিত না হয় তার জন্য বিভিন্ন সময় এলাকার মানুষদের স্বার্থে স্বাস্থ্য পরীক্ষা, গাছ লাগানোর কর্মসূচি করেছিলেন। ওই এলাকা থেকে উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত প্রায় ৮২ জন শ্রমিক কাজ করেন। বিভিন্ন দপ্তরে গাড়ির ড্রাইভার, ইলেকট্রিশিয়ান, নির্মাণ শ্রমিক সব মিলিয়ে ।কিন্তু কোম্পানি এখন উৎপাদন শুরু হয়েছে প্রথম থেকে যে বেতন আজ পর্যন্ত সেই ভেতরেই সীমাবদ্ধ রেখেছেন কোম্পানি ।কিন্তু হঠাৎ তাদের কন্টাক্টর মারফত বেতন দেওয়া শুরু করছে কোম্পানি।  তারা  কর্মহীন হওয়ার আশঙ্কা ভুগছেন ।দীর্ঘ ১১ বছর তাদের কোনো বেতন বৃদ্ধি হয়নি। তা সত্ত্বেও তারা কাজ করছিলেন কিন্তু তাদের কে না জানিয়ে কন্ট্রাক্টরে সঙ্গে কেন  যুক্ত করা হল। সেই নিয়ে প্রশ্ন, সকাল থেকেই গেট বন্ধ রেখে বিক্ষোভ দেখালেন। পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল যুব সহ-সভাপতি আজগর আলি পল্টু বললেন আমাদের মা মাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায়  সরকারে থাকতে কোনোভাবেই কোনো শ্রমিককে স্বার্থ বিনষ্ট করতে দেব না ।আমরা ত্রিপক্ষীয় চুক্তির মধ্য দিয়ে এই সমস্যা মিটিয়ে নেব।

No comments