Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে সিপিএম পার্টির উদ্যোগে সামর্থ্য অনুযায়ী ত্রাণ তুলে দিলেন

যশ ও বুদ্ধ পূর্ণিমার জলোচ্ছ্বাসে পূর্ব মেদিনীপুর জেলা সহ হলদিয়া পৌরসভার বিস্তীর্ণ এলাকায় জলমগ্ন সেই সকল জলমগ্ন এলাকা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ত্রান তুলে দিচ্ছেন। পূর্ব মেদিনীপুর জেলার covid-19 প্রতিহত করার জন্য তারা…

 





যশ ও বুদ্ধ পূর্ণিমার জলোচ্ছ্বাসে পূর্ব মেদিনীপুর জেলা সহ হলদিয়া পৌরসভার বিস্তীর্ণ এলাকায় জলমগ্ন সেই সকল জলমগ্ন এলাকা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ত্রান তুলে দিচ্ছেন। পূর্ব মেদিনীপুর জেলার covid-19 প্রতিহত করার জন্য তারা ঝাঁপিয়ে পড়েছেন রেড ভলেন্টিয়ার্স ।তার সাথেই বন্যা দুর্গত মানুষদের পাশে শুকনো ও রান্না করা খাবার ক্যাম্প এর মাধ্যমে পৌঁছে দিচ্ছেন ।ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী জেলার পার্টির সদস্য পরিতোষ পট্টনায়েক বললেন

"সাধ আছে কিন্তু সাধ্য নেই" হলদিয়া পৌরসভা ৭নং ওয়ার্ডের ঝিকুরখালি, শালুকখালি সহ বিস্তীর্ণ এলাকা "ইয়াস" প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বিপর্যস্ত হয়েছে। শুরু থেকেই সিপিআই(এম) পার্টির সামর্থ্য মত আমরা অসহায় মানুষগুলির পাশে থেকেছি আজও আছি।কিন্তু সরকারি সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এই এলাকার মানুষ । কারণ একটাই ওরা সিপিআই(এম) করে।আর এবার ১৪১ নম্বর বুথ ১০৪ টি ভোট পেয়েছে পার্টি,২৫-৩০টি পরিবার এককাট্টা সিপিআই(এম)। কেউ কেউ পার্টির প্রচার ও পোলিং এজেন্ট বসার অপরাধে "ইয়াসের" আগে ত্রাণশিবিরেও জায়গা হয়নি। তারপরেও ওরা এককাট্টা লাল ঝান্ডাকে সাথে নিয়ে। এই বিপর্যয়ের শুরু থেকেই ওদের পাশে ছিল পার্টি আগামীতেও থাকবে তারই অঙ্গ হিসেবে আজ পার্টির জেলা সম্পাদক নিরঞ্জন সিহি, সম্পাদকমন্ডলীর সদস্য পরিতোষ পট্টনায়েক, জেলা কমিটির সদস্য পূর্বাশা সামন্ত, সংযুক্ত মোর্চার প্রার্থী মনিকা কর পাইক, এলাকার শাখা সম্পাদক আশরফ আলি,শেখ সেকেন্দার সহ অন্যান্য নেতৃত্বগণ উপস্থিত হয়েছিলেন।ওরা জানে পার্টি ক্ষমতায় নেই, সবকিছু পার্টির সামর্থ্যের মধ্যেও নেই, কিন্তু এত যন্ত্রণার মধ্যেও ওরা খুশি কারণ শুরু থেকে পার্টি ওদের পাশে থাকার জন্য।

No comments