Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পশ্চিমবঙ্গ রাজ‍্য সরকারি কর্মচারী ফেডারেশনের ইঞ্জিনিয়ারদের উদ‍্যোগে তমলুক জেলা হাসপাতালকে কোভিড স্বাস্থ্য সরঞ্জাম বিতরণ

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশনের একমাত্র ইঞ্জিনিয়ারদের সংগঠন সোসাইটি ফর ডেভলপমেন্ট অফ ইঞ্জিনিয়ার্স এন্ড আরকিটেক্ট এর উদ্যোগে তমলুক জেলা হাসপাতালে রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্রের উপস্থিতিতে জেলা হাসপাতালের সুপারের হ…

 






পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশনের একমাত্র ইঞ্জিনিয়ারদের সংগঠন সোসাইটি ফর ডেভলপমেন্ট অফ ইঞ্জিনিয়ার্স এন্ড আরকিটেক্ট এর উদ্যোগে তমলুক জেলা হাসপাতালে রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্রের উপস্থিতিতে জেলা হাসপাতালের সুপারের হাতে দু'হাজার সার্জিক্যাল মাস্ক,১০ টি অক্সিমিটার,৫০০ গ্লাভস,৫ টি অক্সিজেন সিলিন্ডার,৫ টি ফ্লোমিটার ও ২০০ টি PPE কীট তুলে দেওয়া হয়। কোভিড পরিস্থিতি মোকাবিলা করার জন্য।সংগঠনের পক্ষ  উপস্থিত ছিলেন সংস্থার সহ সভাপতি মনন সেনশর্মা,সাধারণ  সম্পাদক সমরেন্দ্র দাস এবং অতিরিক্ত সাধারণ সম্পাদক রামকৃষ্ণ দাশ,ও ফেডারেশনের পক্ষ থেকে জেলা আহ্বায়ক শ্যামল পট্টনায়ক ও মানস মুখার্জী সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।সংগঠনের সাধারণ সম্পাদক সমরেন্দ্র দাস বলেন ইঞ্জিনিয়ার এসোসিয়েশন পক্ষ থেকে এইরকম সাহায্যের হাত আরো অনেক জায়গায় বাড়িয়ে দিয়েছেন।ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 5 লক্ষ টাকা ও কলকাতা মেডিক্যাল কলেজে দু'হাজার PPE কীট তুলে দেওয়া হয়েছে।এছাড়া পূর্ত ও আইনমন্ত্রী মাননীয় শ্রী মলয় ঘটক মহাশয়ের আসানসোল শহরের দুটি সেফ হোমে ও সবং স্বাস্থ্য কেন্দ্রে ডাঃ মানস ভূঞ‍্যার উপস্থিতিতে এক‌ই রকম কর্মসূচি নেওয়া হয়েছিল।এছাড়া জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী মাননীয় পুলক রায়ের উপস্থিতিতে ২০০ অক্সিমিটার দেওয়া হয়েছে। পাশাপাশি কোভিড মোকাবিলার জন্য সমিতির ২৪ টি জেলা কমিটির কাছে দশ টি করে অক্সিজেন সিলিন্ডার ও ৩০ টি অক্সিজেন ক্যান রাখা হয়েছে। সেচ মন্ত্রী ডঃ সৌমেন মহাপাত্র  মহাশয় সমিতির এই উদ্যোগ কে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।



No comments