Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া "বিশ্বশিশু শ্রমিক বিরোধী"দিবস পালন করলেন তৃণমূল যুব কংগ্রেস

কোভিড১৯ সারাদেশের সাথে রাজ্যে দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। জেলায় জেলায় মৃত্যুর মিছিল চলছে। যদিও সংক্রমণ অনেকটাই কমেছে কিন্তু অল্প বয়সের ক্ষেত্রে বেশিরভাগ আক্রান্ত হচ্ছে। এবং মারাও যাচ্ছেন। আজ "বিশ্বশিশু শ্রমিক বিরোধী"দ…

 





কোভিড১৯ সারাদেশের সাথে রাজ্যে দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। জেলায় জেলায় মৃত্যুর মিছিল চলছে। যদিও সংক্রমণ অনেকটাই কমেছে কিন্তু অল্প বয়সের ক্ষেত্রে বেশিরভাগ আক্রান্ত হচ্ছে। এবং মারাও যাচ্ছেন। আজ "বিশ্বশিশু শ্রমিক বিরোধী"দিবসে হলদিয়া শিশু শ্রমিক স্কুলে সামাজিক দূরত্ব মেনে আজকের এই দিনটি উদযাপিত হয়। হলদিয়া রানিচক শিশু শ্রমিক স্কুলে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস সহ সভাপতি  সেক আজগর আলী (পল্টু) এর নেতৃত্বে  ১২ ই জুন বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস উদজাপন হয়। মঞ্চে উপস্থিত সেক আজগর আলী, (পল্টু)  তিনি বলেন আমাদের খুব লজ্জা লাগছে যে সমস্ত শিশুরা আজ শিক্ষাঙ্গনে থাকার কথা ,তারা আজ বিভিন্ন জায়গায় কাজ করছে পেটের তাগিদে ।আর আমরা দেখেও দেখি না। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ সে কথা শুধু মুখেই বলি বাস্তবে আমরা কখনই দেখিনা ।যে সকল শিশুরা রাস্তার ধারে কাজ করছে আমরা না দেখার ভান করে চলে যাই। অনেক শিশুরা পথের প্রান্তে দাঁড়িয়ে ভিক্ষা করছে তাদেরকে আমরা ভালোভাবে জিজ্ঞাসাও করি না। এই মানবিক মুখ আমাদের সকলের মধ্যে আসা দরকার। শুধু দিনটি পালন নয় বক্তব্য দিয়ে মন জয় করা নয়। দিনের তাৎপর্য এর সাথে বর্তমান যুব সমাজকে নতুন প্রজন্মকে নতুন পথ দেখানো হবে আমাদের কাজ। তবেই সমাজ মাথা তুলে নতুন প্রজন্ম সমাজের আগামী দিনের চালিকাশক্তি হতে পারে ।তাদেরকে বিকশিত হওয়ার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান আনতেই হবে ।আজকের এই দিনে আমাদের এই শপথ নেওয়া দরকার। covid-19 চলছে স্কুল বন্ধ কিছু কিছু স্কুল অনলাইনের মাধ্যমে পঠন-পাঠন করাচ্ছেন প্রাথমিক স্কুলের শিক্ষকরা কেবলমাত্র মিড-ডে-মিল ছাড়াই তারা বাড়িতে বসে রয়েছেন ।মাসের শেষে বেতন পেয়ে যাচ্ছেন। কোন শিক্ষক কি উদ্যোগ নিয়েছেন ২-৩ জন ছাত্রছাত্রীকে সামাজিক দূরত্ব মেনে স্কুলের বাহিরে এসে তাদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করা। তাদেরকে পঠন-পাঠন করা সে উদ্যোগ নেওয়া হয়নি। শুধু একটা অজুহাত দেওয়া হয় সরকার লকডাউন ঘোষণা করেছেন। স্কুল-কলেজ বন্ধ আমরা নিরুপায়। আজকের সভায় উপস্থিত ছিলেন। হলদিয়া শহর যুব তৃণমূল কংগ্রেসের (আরিফ হোসেন, সুসান্ত মালি, সাবির হোসেন, রাকিবুল খান, হাপিজুল ইসলাম ও আরো অনেক নেতৃত্ব বৃন্দ)।



No comments