Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ময়না তে এমবিবিএস, বিএসসি নার্সিং ,বি ফার্ম, ডি ফার্ম পড়ানোর নাম করে কোটি টাকার প্রতারণার পর্দা ফাঁস।

covid-19 পরিস্থিতিতে মানুষ দিশেহারা দেশের সাথে রাজ্যে চলছে মৃত্যুর মিছিল সেই সময় কতিপয় মানুষ লোক ঠকানো কাজে ব্যস্ত হয়ে পড়েছেন?Plan Edu Consultant Learning Solution Pvt. Ltd নামে একটি সংস্থা 2019 সাল থেকে এমবিবিএস বিএসসিনার্সি…

 




covid-19 পরিস্থিতিতে মানুষ দিশেহারা দেশের সাথে রাজ্যে চলছে মৃত্যুর মিছিল সেই সময় কতিপয় মানুষ লোক ঠকানো কাজে ব্যস্ত হয়ে পড়েছেন?Plan Edu Consultant Learning Solution Pvt. Ltd নামে একটি সংস্থা 2019 সাল থেকে এমবিবিএস বিএসসিনার্সিং বি ফার্ম,ডি ফার্ম দেশ-বিদেশে পড়ানোর নাম করে লক্ষ লক্ষ টাকা উচ্চমাধ্যমিক পাস করা ছাত্র ছাত্রীদের অভিভাবকদের কাছ থেকে তুলছিল। এই সংস্থাটি কেবল ময়নাতে নয়, পূর্ব মেদিনীপুর ,পশ্চিম মেদিনীপুর সহ অনেক জেলাতেই এদের আর্থিক প্রতারণার সেন্টার আছে। ২০১৯ সাল থেকে বহু ছাত্র-ছাত্রী অভিভাবক প্রতারিত হয়ে আসছে এবং এখনো হচ্ছে। দুই হাজার কুড়ি সালে ময়না থানার পাশে পিংলা থানা তে এদের নামে একটি অভিযোগ দায়ের করা হয়েছিল।কিন্তু যারা অভিযোগ দায়ের করেছিলেন তারা এখনও সুবিচার পাননি এখনো পর্যন্ত সংস্থাটি প্রতারণার জাল ছড়িয়ে রেখেছে। প্রশাসন এদের নাগাল পাচ্ছে না। অভিবাবকরা এ থানায় ,ও থানায় সুবিচারের আশায় ঘুরে বেড়াচ্ছে।দীপ্তিমা সামন্ত বাড়ি বাঁকি, মৌসুমী মন্ডল বাড়ির সবং, কেয়া দাস বাড়ি নারাঙ্গা দিঘী, সুশান্ত বেড়া বাড়ি দক্ষীণ ময়না, সায়ন জানা বাড়ি আনন্দপুর, তনুশ্রী মন্ডল বাড়ি বাকচা,দীপশিখা মাইতি বাড়ি দোনাচক এইরকমই জনা 30 -- 40 পূর্ব পশ্চিম মেদিনীপুরের ছাত্র-ছাত্রী অভিভাবক রা গতকাল রাতে এই সংস্থার ময়না বলাইপন্ডা সেন্টারের কর্মরত একটি মহিলাকে ধরে টাকা ফেরতের দাবিতে j বিক্ষোভ দেখাতে থাকে। মহিলাটির নাম কৃষ্ণা পরিয়া, বাড়ির ময়না র কাঁচি চক গ্রামে। বলাইপণ্ডা সেন্টারের এডুকেয়ার এর মালিকের বাড়ি পাঁশকুড়া কাসাবারে নাম নব কুমার পাল। বিক্ষোভের সময় পরিস্থিতি জটিল হলে ময়না থানার পুলিশ এসে মহিলাটিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে আসে।আজ সকালে ময়না থানা থেকে বলাইপণ্ডা সেন্টারের মালিক কে ফোন করা হলেও মালিক ধরাছোঁয়ার বাইরে।এদিকে সকালে আবার 30 40 জন ছাত্র-ছাত্রী অভিভাবক  ময়না থানাতে সুবিচারের আশায় আসে। কিন্তু সংস্থার বিরুদ্ধে অভিযোগ করলেন কোর্ট কেসে প্রতারকরা জামিন নিয়ে ছাড়া পেয়ে যাবেন, ছাত্র-ছাত্রীদের ভবিষ্যত নষ্ট হয়ে যাবে, কোন টাকা ফেরত পাওয়া যাবে না এই ভেবে অভিভাবকরা ময়না থানাতে কোনো লিখিত অভিযোগ করেনি। অভিভাবকরা টাকা ফেরত পাওয়ার আশায় ময়না থানাতে বিষয়টি মিটিয়ে নিতে চাইছে।এভাবে ই আর্থিক প্রতারণার সাথে জড়িত ব্যক্তিরা  বছরের পর বছর প্রতারণার জাল বিছিয়ে চলেছে।




No comments