Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অবলা জন্তুদের জন্য পাশে দাঁড়ালো সৃজন

বর্তমান সময়ে চলছে কোভিডের আক্রমন আর আর যার কারণে রাজ্য জুড়ে চলছে লকডাউন আর এর পাশাপাশি গত ২৬ তারিখ যশ র প্রভাবে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র ও নদীর তীরবর্তী এলাকায় চরম ক্ষতির শিকার। আর এই সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বিভিন্ন…

 




বর্তমান সময়ে চলছে কোভিডের আক্রমন আর আর যার কারণে রাজ্য জুড়ে চলছে লকডাউন আর এর পাশাপাশি গত ২৬ তারিখ যশ র প্রভাবে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র ও নদীর তীরবর্তী এলাকায় চরম ক্ষতির শিকার। আর এই সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিভিন্ন সংগঠন এগিয়ে আসছেন। মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে তবে অবলা জন্তুদের জন্য কেউই এগিয়ে আসেনি। নাএসেছে কোন সংগঠন বা কোন রাজনৈতিক নেতৃত্ব।তবে এরই মাঝে এগিয়ে এলো পূর্ব মেদিনীপুরের মেচেদার স্বেচ্ছাসেবী সংগঠন সৃজন।এই সংস্থা গত লকডাউন থেকেই সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছেন।তবে আজ থেকে সৃজন সংস্থা  সাধারণ মানুষের পাশাপাশি আজথেকে অবলা জন্তুদের জন্য পাশে দাঁড়ালো। আজথেকে গৃহপালিত জন্তু গরু মহিষ চাষিদের জন্য গোখাদ্য তুলে দিলো।ইয়াস বিদ্ধস্থ পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে গোখাদ্য পৌঁছে দিতে প্রয়াস গ্রহন করলো।তবে আজ প্রাথমিকভাবে কোলাঘাট ও শহিদ মাতঙ্গিনী ব্লকের ৩০০ গোপালককে তুলে দেওয়া হল গোখাদ্য।সংস্থার অন্যতম সদস্য ঋত্বিক আদক জানান,এই মহামারী বা দূর্যোগের সময় সরকার থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন মানুষের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে এসেছেন, তবে এই দূর্যোগে আর্থিক অনটনের সময়ে তাদের গৃহপালিত গরুকে ঠিকভাবে অর্থের অভাবে খাওয়াতে পাচ্ছেন না। আর সেই কারণেই এই সমস্ত গোপালকদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই তারা এগিয়ে এসেছেন এবং আগামী দিন তারা ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের পাশে দাঁড়ানোর প্রয়াস গ্রহণ করবে বলে জানান ঋত্বিক বাবু জানান।




No comments