হলদিয়া শহর জুড়ে লাগাতার বৃক্ষরোপণ কর্মসূচি।শুরু হয়েছিল ৫জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে। বিজ্ঞান কর্মী সুচিস্মিতা মিশ্র বললেন এই বছরে আমাদের উদ্দেশ্য ,শুধু বৃক্ষরোপন বা বিতরণ নয়,আমরা বিজ্ঞান মঞ্চের কর্মীরা নিজে হাতে গাছ লাগা…
হলদিয়া শহর জুড়ে লাগাতার বৃক্ষরোপণ কর্মসূচি।শুরু হয়েছিল ৫জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে। বিজ্ঞান কর্মী সুচিস্মিতা মিশ্র বললেন এই বছরে আমাদের উদ্দেশ্য ,শুধু বৃক্ষরোপন বা বিতরণ নয়,আমরা বিজ্ঞান মঞ্চের কর্মীরা নিজে হাতে গাছ লাগাবো সেই সব এলাকায়,যেখানে পরিচর্যার দায়িত্ব নেবেন সেই অঞ্চলের মানুষজন ও শিশুরা।এই প্রতিশ্রুতি যারা দিচ্ছেন আমরা সেই সব এলাকায় লাগিয়ে দিচ্ছি আম,জাম,কাঁঠাল,আমলকী পেয়ারা প্রভৃতি ফলের গাছ। কেউ যত্ন করে নিজের বাড়িতে ও লাগাতে পারেন। যেকোন উপায়ে এই সবুজের অভিযানে আমরা হলদিয়ার বাস্তুতন্ত্র কে পুনরুদ্ধার করবই।
আজ এই কর্মসূচির দ্বিতীয় দিনে আমরা পদ্মপুকুর এলাকায় একটি স্কুলের মাঠে ওই এলাকার মানুষজনের সঙ্গে হাত লাগিয়ে বৃক্ষরোপণ করলাম।প্রায় ৫০/৬০টি ফলের গাছ লাগানো হয় রবীন্দ্র শিশু শিক্ষা কেন্দ্রের মাঠে।সুন্দর ভাবে শিশুদের পরিচর্যায় বেড়ে উঠবে ,ও ফল ছায়া দেবে এ আমাদের স্থির বিশ্বাস।
আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানীচক গভ স্পন্সরড বিবেকানন্দ বিদ্যাভবণের প্রধান শিক্ষক মাননীয় হরিদাস ঘটক,স্থানীয় কাউন্সিলর নমিতা দাস পাত্র,মনিকা কর পাইক, আমরা বিজ্ঞান মঞ্চের কর্মীরা ও স্থানীয় অধিবাসীরা।
No comments