Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

"যশ" ক্ষতিগ্রস্তরা অভিষেক কে সামনে পেয়ে প্ল্যাকার্ড হাতে "বাঁধ চাই"

যশ পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে আজ রামনগর ও সংলগ্ন এলাকা পরিদর্শনে এলেন তৃণমূলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাঁকে দেখেই প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখায় যশে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষেরা । তাঁদের একটাই দাবি, বাঁধ চাই । আজ …

 



 যশ পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে আজ রামনগর ও সংলগ্ন এলাকা পরিদর্শনে এলেন তৃণমূলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাঁকে দেখেই প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখায় যশে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষেরা । তাঁদের একটাই দাবি, বাঁধ চাই । আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন মৎস্যমন্ত্রী অখিল গিরি ৷

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার ময়দানে নেমে এদিন তিনি সোজা চলে যান তাজপুর ও সংলগ্ন সমুদ্র উপকূলবর্তী এলাকায়গুলি পরিদর্শনে যান ৷ বিধ্বস্ত এলাকার পাশাপাশি স্থানীয় আশ্রয়শিবিরগুলিও এদিন ঘুরে দেখেন তিনি ৷ কথা বলেন এলাকার মানুষদের সঙ্গেও ৷তিনি বলেন, ক্ষতিগ্রস্তরা দুয়ারে ত্রাণ পাবে ৷ আগে প্রাণে বাঁচুক ৷ শিশুদের প্রতি বিশেষভাবে নজর দেওয়ার কথাও বলেন তৃণমূল যুব সভাপতি।

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় যশে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলি ৷ ডায়মন্ড হারবার ও সুন্দরবনের একাধিক এলাকা পরিদর্শনের পর আজ পূর্ব মেদিনীপুরের ক্ষতিগ্রস্ত বিস্তীর্ণ এলাকা পরিদর্শনে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

No comments