ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত পূর্ব মেদিনীপুর জেলার তাজপুর সমুদ্র উপকূলীয় এলাকা পরিদর্শনে এসে সেই অধিকারী পরিবারকেই কটাক্ষ করলেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। শংকরপুর থেকে তাজপুর পর্যন্ত যে সমুদ্র…
ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত পূর্ব মেদিনীপুর জেলার তাজপুর সমুদ্র উপকূলীয় এলাকা পরিদর্শনে এসে সেই অধিকারী পরিবারকেই কটাক্ষ করলেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। শংকরপুর থেকে তাজপুর পর্যন্ত যে সমুদ্র বাঁধ আছে এবং যে মেরিন ড্রাইভের রাস্তা গেছে তা সম্পূর্ণ বিপর্যস্ত হয়েছে। বৃহস্পতিবার সেই সব এলাকা পরিদর্শনে করে অভিষেক বন্দোপাধ্যায়। পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলে, শিশির অধিকারী দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান থাকা কালীন এই বাঁধ মেরামতি ও মেরিন ড্রাইভের রাস্তা হয়। পাশাপাশি শুভেন্দু অধিকারী সেচমন্ত্রী থাকাকালীন এই সমুদ্র বাঁধের কাজ হয়। অভিষেক বন্দোপাধ্যায় আরো বলে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য মানুষকে বিপদে ফেলে নিজের দের বাঁচাতে অন্য রাজনৈতিক দলে যোগ দিয়েছে। যারা মানুষের টাকা নয়ছয় করে এই ভাবে কাজ করেছে তাদের কাউকেই রেয়াত করা হবে না। যারা এই কাজ করেছে তারা জানে প্রাকৃতিক দুর্যোগ হবে তাদের চুরি ধরা পড়বে। তাই বাঁচতে আগে ভাগে অন্য রাজনৈতিক দলে নাম লিখিয়েছে। দলগত ভাবে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করবো এই কাজের সঙ্গে যারা যুক্ত তাদের যেন কাউকেই রেয়াত না করা হয়।
No comments