Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে এলেন রাজ্যের কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়

ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব মেদিনীপুরের একাধিক এলাকায়, চাষের জমি থেকে শুরু করে একাধিক ঘর বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে, ইতিমধ্যেই বহু মানুষ ত্রাণশিবিরে রয়েছেন, বৃহস্পতিবার সেইসব ক্ষতিগ্রস্ত এলাকা …

 







ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব মেদিনীপুরের একাধিক এলাকায়, চাষের জমি থেকে শুরু করে একাধিক ঘর বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে, ইতিমধ্যেই বহু মানুষ ত্রাণশিবিরে রয়েছেন, বৃহস্পতিবার সেইসব ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে এলেন রাজ্যের কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, এদিন পূর্ব মেদিনীপুর জেলার খেজুরের একাধিক এলাকা পরিদর্শন করেন পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথোপকথন করেন, পাশাপাশি কৃষিজমি গুলি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথোপকথন করেন মন্ত্রী, জানা গিয়েছে এরপর সমুদ্র সৈকত দীঘা এলাকায় যাবেন কৃষিমন্ত্রী, পাশাপাশি আগামীকাল রামনগর এলাকা পরিদর্শন করবেন, এমনটাই জানা গিয়েছে জেলা তৃণমূল সূত্রের, এইদিন 

খেঁজুরীর কামারদা গ্রামপঞ্চায়েতে একটি বৈঠক করেন পঞ্চায়েত ও ব্লক নেতৃত্বদের সাথে।এরপর খেঁজুরীর কন্ঠীবাড়ি এলাকায় ভাঙা ক্যালভ্যাট ভেঙে জল এলাকায় জল প্রবেশ করেছিলো,সেই এলাকা পরিদর্শন করেন।এরপর খেঁজুরীর বেশকিছু কৃষিএলাকা পরিদর্শন করেন।পরে কাঁথির বেশকিছু এলাকা পরিদর্শন করেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃষি মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় বলেন সমুদ্রের জলোচ্ছ্বাসের ফলে বহু কৃষিজমিতে নোনা জল ঢুকে যাওয়ার কারণে ক্ষয়ক্ষতি হয়েছে বহু চাচীর এই পরিস্থিতিতে আমরা সমস্ত কিছু নথিভূক্ত করছি এবং সেই রিপোর্ট অনুযায়ী এবং স্যাটেলাইট রিপোর্ট অনুযায়ী সমস্ত চাষীদের পাশে দাঁড়াবো আমরা।

No comments