Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রেকিং!! ভ্যাকসিনের কুপন বিক্রির অভিযোগ

ভ্যাকসিনের কুপন বিক্রির অভিযোগ উঠল সুতাহাটার চৈতন্যপুরের তৃণমূলের উপপ্রধান তপন বাবুর বিরুদ্ধে। অভিযোগ, পঞ্চায়েতের স্ট্যাম্প মেরে ওই কুপন নিজের আত্মীয়স্বজনকে বিলি করার পাশাপাশি বিভিন্ন লোকজনকে বিক্রি করা হয়েছে। ওই কুপনে উপপ্রধানের…

 





ভ্যাকসিনের কুপন বিক্রির অভিযোগ উঠল সুতাহাটার চৈতন্যপুরের তৃণমূলের উপপ্রধান তপন বাবুর বিরুদ্ধে। অভিযোগ, পঞ্চায়েতের স্ট্যাম্প মেরে ওই কুপন নিজের আত্মীয়স্বজনকে বিলি করার পাশাপাশি বিভিন্ন লোকজনকে বিক্রি করা হয়েছে। ওই কুপনে উপপ্রধানের সই রয়েছে। চৈতন্যপুর বাজারের হকারদের জন্য সরকার নির্ধারিত ভ্যাকসিন কীভাবে অন্যরা কুপন দেখিয়ে পাচ্ছে তা নিয়ে এদিন সকাল থেকে ঝামেলা হয়। এদিন চৈতন্যপুর প্রাইমারি স্কুলে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা হয়েছিল। তবে ভ্যাকসিন কম আসায় আরও বিভ্রান্তি তৈরি হয়। আগে থেকে খবর পেয়ে অনেক ভোর ৪টে থেকে কুপন নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েন। ফলে প্রায়োরিটি গোষ্ঠীর তালিকায় থাকা হকাররা বঞ্চিত হন বলে অভিযোগ। মাত্র ২০০জনকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়, বেশির ভাগ মানুষ ফিরে যান। উপপ্রধান কুপন বিলির কথা স্বীকার করলেও বিক্রির কথা যথারীতি অস্বীকার করেন। তিনি বলেন, সবার সুবিধার জন্য সই করে স্ট্যাম্প মেরে কুপন দিয়েছি। পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ও তৃণমূলের জেলা মুখপাত্র তাপস মাইতি বলেন, কুপন বিক্রির অভিযোগ পেয়েছি। স্বাস্থ্য বিভাগের অনুমতি বা ব্লক প্রশাসনের নির্দেশ ছাড়া এভাবে কুপন বিলি করা যায় না। ওকে কোনও অনুমতি দেওয়া হয়নি। তবে ব্লক স্বাস্থ্য আধিকারিক কুপন বিতর্ক এড়িয়ে গিয়েছেন।

No comments