Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সব বাধা কাটিয়ে জামাই ঠিক পৌঁছে যাচ্ছে শ্বশুরবাড়ি

বাঙালি মানেই অনুষ্ঠান প্রিয়, বাঙালিদের নানান উৎসবের মধ্যে এটি অন্যতম একটি গুরুত্বপূর্ণ উৎসব হলো জামাইষষ্ঠী । মেয়ের সুখী দাম্পত্য জীবন ও জামাইয়ের মঙ্গলকামনায় এদিন শাশুড়িরা ব্রত পালন করেন। করোনায় বিধিনিষেধ থাকার ফলে রাজ্য সরকার …

 




বাঙালি মানেই অনুষ্ঠান প্রিয়, বাঙালিদের নানান উৎসবের মধ্যে এটি অন্যতম একটি গুরুত্বপূর্ণ উৎসব হলো জামাইষষ্ঠী । মেয়ের সুখী দাম্পত্য জীবন ও জামাইয়ের মঙ্গলকামনায় এদিন শাশুড়িরা ব্রত পালন করেন। করোনায় বিধিনিষেধ থাকার ফলে রাজ্য সরকার নিয়ম অনুযায়ী এখনো পর্যন্ত রাজ্য তথা জেলা গুলি তে স্বাভাবিক নয় যানবাহন। যার ফলে নিত্য দিন সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা। আজ জামাই ষষ্ঠী যানবাহন স্বাভাবিক না হলেও শত চেষ্টার মাধ্যমে জামাইরা এক প্রান্ত থেকে অপর প্রান্তে পাড়ি দিয়ে ঠিক পৌঁছে যাচ্ছে শ্বশুরবাড়ি। বাস-ট্রেন স্বাভাবিক না হওয়ায় বেশিরভাগ মানুষের ভরসা ছোট চার চাকার গাড়ি, মোটরসাইকেল বা টোটো। আজ সকাল থেকেই রাস্তায় দেখা গেল ছোট গাড়ি মোটরসাইকেল টোটোর ভিড়। সকাল থেকেই এভাবেই এক জেলা থেকে অন্য জেলায় কেউবা জেলার মধ্যে এ প্রান্ত থেকে ও অন্য প্রান্তে পৌঁছে যাচ্ছেন শশুর বাড়ি। তবে এই করোনা কালে সাধারণ যানবাহন চলাচল ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার সেটা ভালোই হয়েছে এক কথায় স্বীকার করছেন সমস্ত জামাইরা। বিয়ের প্রথম বছর তাই সকাল আটটা থেকে মেদিনীপুর শহর থেকে প্রায় 100 কিলোমিটার দূরে মহিষাদল এ শ্বশুরবাড়ি যাচ্ছেন এক জামাই তিনি জানান যারা এর থেকেও অনেক দূরে রয়েছেন তারা কিন্তু অনেকেই আসতে পারবে না এ বছর ফলে একটু হলেও সমস্যায় পড়বেন তারা।

No comments