Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জামাইষষ্ঠীতে খুললো দরজা,তমলুকের বর্গভীমা মন্দিরে পুজো দেওয়ার সময়সীমা বাড়লো

দীর্ঘ বেশ কয়েকদিন রাজ্য সরকারের কার্যত লকডাউনের জেরে সতীর ৫১ পীঠের অন্যতম তমলুকের বর্গভীমা মন্দিরে ভক্তদের আনাগোনা ওপর বিশেষ বাধানিষেধ ছিল। গত বেশ কয়েকদিন আগেই সেই নিষেধ উঠে গিয়ে মন্দিরে সকাল ৭টা থেকে ১০ টা পর্যন্ত পুজো দেওয়…

 






 দীর্ঘ বেশ কয়েকদিন রাজ্য সরকারের কার্যত লকডাউনের জেরে সতীর ৫১ পীঠের অন্যতম তমলুকের বর্গভীমা মন্দিরে ভক্তদের আনাগোনা ওপর বিশেষ বাধানিষেধ ছিল। গত বেশ কয়েকদিন আগেই সেই নিষেধ উঠে গিয়ে মন্দিরে সকাল ৭টা থেকে ১০ টা পর্যন্ত পুজো দেওয়া যেত। এবার পুজো দেওয়ার সেই সময়সীমা বাড়ালো মন্দির কর্তৃপক্ষ। গতকালই সাংবাদিক বৈঠক করে লকডাউন কিছুটা শিথিল করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তমলুকের বর্গভীমা মন্দির কমিটি সিদ্ধান্ত নিয়েছে সকাল সাড়ে সাতটা থেকে দুপুর ১.৩০মি পর্যন্ত মন্দির খোলা থাকবে। ওই সময় যাবতীয় ভক্তদের পুজো নেওয়া হবে। ১.৩০ এর পর আবার বিকেল ৩.৩০ মিনিটে মন্দির খোলা হবে। রাত্রে আটটা পর্যন্ত চলবে যাবতীয় পুজো দেওয়া। তবে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে কড়া ভাবে জানিয়ে দেওয়া হয়েছে পুজো দেওয়ার সময় ভক্তদের গর্ভগৃহে প্রবেশ করা যাবে না। নাটমন্দির থেকেই যাবতীয় পুজো দিতে হবে এবং পুষ্পাঞ্জলী দিতে হবে।





No comments