"ভয় পেয়ো না সুচ ফোটাতে চলে আসুন রক্ত দিতে " সুধী, আগামী 30 শে জুন বুধবার রক্তদান শিবির আয়োজন করা হয়েছে । করোনা মহামারীর সময় অনেক মুমূর্ষু রোগী রয়েছে যাদের রক্তের প্রয়োজন। রক্তের জন্য অকালে ঝরে গিয়েছে অনেক …
"ভয় পেয়ো না সুচ ফোটাতে
চলে আসুন রক্ত দিতে "
সুধী,
আগামী 30 শে জুন বুধবার রক্তদান শিবির আয়োজন করা হয়েছে । করোনা মহামারীর সময় অনেক মুমূর্ষু রোগী রয়েছে যাদের রক্তের প্রয়োজন। রক্তের জন্য অকালে ঝরে গিয়েছে অনেক প্রাণ। আসুন আমরা সবাই মিলে এই মহান অনুষ্ঠানটি কে সাফল্যমন্ডিত করি। আসুন মানুষের পাশে থেকে মানুষের সেবা করি।
স্থান -- সুতাহাটা বাজারসংলগ্ন।
আয়োজক --সুতাহাটা প্রয়াস ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ (সুতাহাটা হলদিয়া বিজ্ঞান কেন্দ্র)
No comments