কোলাঘাটের ছয়টি গ্রামের প্রায় পয়তাল্লিশজন করোনা আক্রান্তদের বাড়িতে দূইবেলা পৌঁছে যাচ্ছে গরম গরম রান্না খাবার।কোলাঘাট বাজারের একটি স্বেচ্ছাসেবী সংস্থা "কোভিড কিচেন "এই উদ্যোগ নিয়ে কোন মূল্যবিনিময় ছাড়াই এই পরিষেবা চালু ক…
কোলাঘাটের ছয়টি গ্রামের প্রায় পয়তাল্লিশজন করোনা আক্রান্তদের বাড়িতে দূইবেলা পৌঁছে যাচ্ছে গরম গরম রান্না খাবার।কোলাঘাট বাজারের একটি স্বেচ্ছাসেবী সংস্থা "কোভিড কিচেন "এই উদ্যোগ নিয়ে কোন মূল্যবিনিময় ছাড়াই এই পরিষেবা চালু করেছেন গত ৭ই মে থেকে।করোনার দ্বিতীয় মারনঘাতি ঢেউয়ের ধাক্কায় বেসামাল সারা দেশ।পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের অবস্থাও বেশ আশঙ্কাজনক।প্রতি গ্রামের প্রায় সব পাড়াতেই কোভিড পেসেন্ট।এখনো পর্যন্ত মারা গেছেন প্রায় সতেরোজন।এখনো পর্যন্ত করোনা পজেটিভ পেসেন্ট যেমন বিভিন্ন হাসপাতালে ভর্তি আবার বেশিরভাগ হোম আইসোলেশানে রয়েছেন।সমস্যা হল, এমন কিছু বাড়ি আছে, যাদের সবাই আক্রান্ত, আবার অনেক পেসেন্টর বাড়িতে এই অবস্থায় রান্না করাও সম্ভব নয়।এইসব সমস্যা দূরীভূত করতে মানুষের পাশে দাঁড়িয়েছেন এই সংস্থাটি।এই সময় কোলাঘাট বাজারের এই প্রতিষ্ঠানটি "কোভিড কিচেন " নামে বাড়ি বাড়ি গরম রান্না খাবার পৌঁছে দিচ্ছেন।ডাল-ভাত-সব্জি-ডিমের ঝোল, রাতে রুটি সব্জি ইত্যাদি।সংস্থার পক্ষে ডাঃ শ্যামল আদক জানান,- এলাকার যত পেসেন্টর যতদিন পর্যন্ত এই পরিষেবা দরকার হবে ,আমরা যথাসাধ্য চেষ্টা করব তা চালু রাখতে। কেবল এই উদ্যোগই নয় আমরা গত চোদ্দ মাস ধরে বহুমুখী কর্মসূচির মাধ্যমে মহামারি কবলিত মানুষের পাশেই আছি ও থাকব।
আমলহান্ডা, আশুরালী, বাড়বড়িশা গ্রামের এই পরিষেবা প্রাপ্ত করোনা আক্রান্তরা একবাক্যে জানিয়েছেন,পাড়ার অনেকে যখন ভয়ে কাছে আসতে চাইছেনা তখন এই পরিষেবা তাদের কেবল পেট ভরছে নয় - মনেও সাহস সঞ্চার করছে।
No comments