Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃজনের উদ্যোগে কোভিড সতর্কতার অভিনব প্রচার

কোভিডের দ্বিতীয় তরঙ্গের বিপর্যস্ত পরিস্থিতি থেকে সকল মানুষকে সুরক্ষিত রাখার জন্য সৃজনের উদ্যোগে প্রচার অভিযান চালানো হলো রবিবার।প্রতীকী করোনা মডেল সহ সচেতনতার বার্তা দেওয়া হোর্ডিং নিয়ে মাইক প্রচার করে, গোটা মেচেদা বাজারে। পাশাপাশ…

 





কোভিডের দ্বিতীয় তরঙ্গের বিপর্যস্ত পরিস্থিতি থেকে সকল মানুষকে সুরক্ষিত রাখার জন্য সৃজনের উদ্যোগে প্রচার অভিযান চালানো হলো রবিবার।প্রতীকী করোনা মডেল সহ সচেতনতার বার্তা দেওয়া হোর্ডিং নিয়ে মাইক প্রচার করে, গোটা মেচেদা বাজারে। পাশাপাশি বিভিন্ন পাড়ায় ও বাসস্ট্যান্ডে।সেইসাথে পশ্চিমবঙ্গ সরকারের নয়া নির্দেশিকা ক্রেতা, বিক্রেতা ও বাজারে পথ চলতি মানুষের জন্য শোনানো হোলো তার অডিও। সর্বোপরি সৃজনের এইমুহূর্তে হেল্পলাইনে ফোন করে মানুষ বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার ও কন্সেন্ট্রেটর পেতে পারেন, বাড়িতে বসে স্বাস্থ্যবিধি মেনে ঔষধ - খাওয়ার পেতে পারেন, স্বল্প খরচে এম্বুলেন্স পেতে পারেন, টেলি মেডিসিন এর জন্য চিকিৎসার পরামর্শ পেতে পারেন কিংবা থ্যালাসেমিয়া শিশুদের জন্য ডোনার পেতে পারেন সেই ঘোষণা করা হলো.. সৃজনের পক্ষ থেকে ডাঃ শ্যামল আদক ও ঋত্বিক আদক বলেন যে গত বছরের মতো এবারেও আমরা পরিস্থিতি অনুযায়ী প্রতিদিন কমিউনিটি কিচেন চালু করতে চলেছি, সেই সাথে বরিষ্ঠ নাগরিকদের ইমিউনিটির কথা ভেবে পর্যায়ক্রমে হরলিক্স ও ফল ও বাচ্চাদের বেবিফুড এর প্রদান করতে চলেছি, সাথে হকার পেশাতে যুক্ত ব্যক্তি সহ কর্মহীন মানুষকে সহায়তা করতে চলেছি।

No comments