গোটা-চারেক হাঁস কিনেছেন চন্দ্রনাথের মাসিতেনার বড় সাধ হয়েছে শুনতে হাঁসের হাসি।হাঁসগুলো সব পুকুর জলে সাঁতার কাটে যখনপুকুর পাড়ে বসেই মাসি থাকেন ততক্ষন।হাঁসগুলো সব ম…
গোটা-চারেক হাঁস কিনেছেন
চন্দ্রনাথের মাসি
তেনার বড় সাধ হয়েছে
শুনতে হাঁসের হাসি।
হাঁসগুলো সব পুকুর জলে
সাঁতার কাটে যখন
পুকুর পাড়ে বসেই মাসি
থাকেন ততক্ষন।
হাঁসগুলো সব মনের সুখে
জলে ডুবে-ভাসে
নজর রাখেন সবার উপর
কে বা কখন হাসে।
খাবার সময় হাঁসের সাথে
বসেই খাবার খান
কানটি খাড়া রাখেন, যদি
হাসি শুনতে পান।
রেতের বেলা বিছানাতে
নিজের কাছে রাখেন
হাসি শোনার জন্যে তিনি
নিজেই জেগে থাকেন।
আদর যতন যতই করেন
যতই রাখেন সুখে
তবুও দেখেন কোন ব্যাটার
হাসি নেইতো মুখে!
কাতুকুতু দিয়েও মাসি
হলেন নাজেহাল
একটুও কেউ হাসলনাতো
পুষেও এতকাল
অবশেষে বলেন মাসি
"ধুত্তেরী তোর ছাই
হাঁস নামটা কে রেখেছে
একবার যদি পাই!"
No comments