হলদিয়া পুরো এলাকা ক্রমশ ঊর্ধ্বমুখী করোনা রোগীর সংখ্যা। বিষয়টি মাথায় রেখে হলদিয়া পৌরসভার পক্ষ থেকে ৫০টি পালস্ মিটার এবং ৩০ থার্মাল গান কেনা হয়েছে। এগুলো দিয়ে ট্রাক চালকদের শারীরিক পরীক্ষা করা হবে এবং তার সাথে সাথে হলদিয়া পৌ…
হলদিয়া পুরো এলাকা ক্রমশ ঊর্ধ্বমুখী করোনা রোগীর সংখ্যা। বিষয়টি মাথায় রেখে হলদিয়া পৌরসভার পক্ষ থেকে ৫০টি পালস্ মিটার এবং ৩০ থার্মাল গান কেনা হয়েছে। এগুলো দিয়ে ট্রাক চালকদের শারীরিক পরীক্ষা করা হবে এবং তার সাথে সাথে হলদিয়া পৌরসভা ২৯টি ওয়ার্ডে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পৌরবাসীদের স্বাস্থ্য পরীক্ষা করবেন। ওই পালস অক্সিমিটার দিয়ে শরীরে অক্সিজেনের মাত্রা দেখবেন। হলদিয়া পৌরসভার চেয়ারম্যান সুধাংশু শেখর মণ্ডল বললেন গাড়ির ড্রাইভার হেলপার যারা আছেন তাদের স্বাস্থ্য পরীক্ষার সাথে সাথেই পৌর এলাকায় নাগরিকদের বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যকর্মীরা স্বাস্থ্য পরীক্ষা করবেন।চিকিৎসকদের মতে বাহিরে থেকে যেসকল ট্রাকচালকরা আসছেন। তারা নিজেদের অজান্তেই গত বছর স্পেডার হিসেবে কাজ করেছেন। তাই চালকদের স্বাস্থ্য পরীক্ষা করার প্রয়োজন রয়েছে । হলদিয়া পৌরসভার নিজস্ব ওভাড়া করা অ্যাম্বুলেন্স অক্সিজেন সিলিন্ডার রাখার ব্যবস্থা করা হয়েছিল। গত বছরের মতো শুরু হয়েছে ট্রাকচালক শরীরে উষ্ণতা পরীক্ষা শুরু হল। তা দেখে হলদিয়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলার শেখ মজাফফর বলছেন এভাবে নিরাপত্তার বিষয়টি যদি পৌরসভা খুঁটিয়ে দেখে তাহলে নিশ্চয়ই পৌর এলাকার করোনা সংক্রামক কমবে। গাড়িচালকদের এবং পৌরবাসীর স্বাস্থ্য পরীক্ষা করা নিঃসন্দেহে ভালো উদ্যোগ।
No comments