Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নারান্দা নিউ প্রাথমিক বিদ্যালয়ের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন

পূর্ব মেদিনীপুর জেলা পাঁশকুড়া এক নম্বর চক্রের নারান্দা নিউ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শিক্ষারত্ন  শ্রীমতি  দুর্গারানী দে র নিজ বিদ্যালয় অঙ্গনে বর্তমান কোভিড পরিস্থিতিতে দূরত্ব বিধি মেনে  বিদ্যালয় পরিবেশে উপস্থিত তরুণ ,প্রাক…

 





পূর্ব মেদিনীপুর জেলা পাঁশকুড়া এক নম্বর চক্রের নারান্দা নিউ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শিক্ষারত্ন  শ্রীমতি  দুর্গারানী দে র নিজ বিদ্যালয় অঙ্গনে বর্তমান কোভিড পরিস্থিতিতে দূরত্ব বিধি মেনে  বিদ্যালয় পরিবেশে উপস্থিত তরুণ ,প্রাক্তন ছাত্র, অভিভাবিকা এবং সমাজের অন্যান্য ব্যক্তিবৃন্দদের লয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মজয়ন্তী উদযাপন করেন। কবিগুরুকে ধাপে ধাপে শ্রদ্ধা নিবেদনের পর শিক্ষিকা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ও গান-প্রাণ, আত্মত্রাণ ,অন্তর মম বিকশিত করো, চিত্ত যেথা ভয় শূণ্য উচ্চ যেথা শির, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে ,আমার মাথা নত করে দাও হে তোমার চরণও ধুলার তলে ইত্যাদি বিদ্যালয় প্রাঙ্গণে উদাত্ত কণ্ঠে আবৃত্তি  ও জ্ঞান করে, কবিগুরুর উদ্দেশ্যে এবং মঙ্গলময় ঈশ্বরের উদ্দেশ্যে অন্তরের ভক্তি, শ্রদ্ধা ও প্রণাম নিবেদন করেন। ‌ উপস্থিত ছাত্রসহ তরুণদের কলম প্রদান করেন। এরপর তিনি অনলাইনে ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে  বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন সৃষ্টি লেখনি নিয়ে ছাত্র-ছাত্রীদের জন্য বক্তব্য পেশ করেন। উদযাপিত অনুষ্ঠান ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে অনলাইনে পাঠিয়ে দেন এবং ইন্টারনেটের অন্যান্য মাধ্যমে কবিগুরুর উদ্দেশ্যে নিবেদিত অর্ঘ্য ,মা বিদ্যালয় পরিবেশে এবং বাড়িতে তিনি উপস্থাপনা করেন তা সবার মধ্যে ছড়িয়ে দেন।

উপস্হিত ছিলেন পাশকুড়া ব্রাডলিবার্ট হাইস্কুলের শিক্ষক ও হোস্টেল ইনচার্জ শেখ হাবিবুর।

No comments