২০১৬ বিধানসভা নিপ্বাচনে জয়ী হয়ে পশ্চিমবঙ্গ জল ও সম্পদ মন্ত্রীর ভার কাঁধে তুলে নিয়েছিলেন। গত পাঁচবছর তাঁরই দায়িত্ব পালন করে এসেছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে। ২০২১ শে তমলুক বিধানসভা কেন্দ্র থেকে জোড়াফুল চিহ্নে জয়ী হয়ে তমলুকের ব…
২০১৬ বিধানসভা নিপ্বাচনে জয়ী হয়ে পশ্চিমবঙ্গ জল ও সম্পদ মন্ত্রীর ভার কাঁধে তুলে নিয়েছিলেন। গত পাঁচবছর তাঁরই দায়িত্ব পালন করে এসেছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে। ২০২১ শে তমলুক বিধানসভা কেন্দ্র থেকে জোড়াফুল চিহ্নে জয়ী হয়ে তমলুকের বিধায়ক পদ পেয়েছেন তিনি, তাঁর পাশাপাশি এবার সেচমন্ত্রী পদে শপথ নিয়ে সৌমেন মহাপাত্র সেচ দপ্তর নিজের কাঁধে তুলে নিলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে। সোমবার তমলুক বিধানসভা কেন্দ্রের এক দলীয় কার্যালয়ে সৌমেন বাবুকে সংবর্ধনা দেওয়া হয়, পাশাপাশি মিষ্টিমুখের আয়োজন করে নবনিযুক্ত সেচমন্ত্রীকে মিষ্টি খাইয়ে দিচ্ছেন দলের সতীর্থরা। মন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন সেচ দপ্তর আমার কাছে নতুন নয়, যদিও সামনে মরশুম যাঁর ফলে বন্যার কবলে পড়তে পারে বহু মানুষজন। সেক্ষেত্রে বন্যা নিয়ন্ত্রণের জন্য যা ভূমিকা নেওয়ার সবটাই দ্রুত নেব। মঙ্গলবার সেচদপ্তরে গিয়ে এ বিষয়ে আলোচনা করে পদক্ষেপ নেব। পূর্ব মেদিনীপুর শুধু নয় প্রত্যেকটি জেলায় বন্যা পরিস্থিতির মোকাবিলা করার আশ্বাস দেন সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র। এমনকি পূর্ব মেদিনীপুরের রুপনারায়ন নদী ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তাও নজরে রেখে গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি। পূর্ব মেদিনীপুরের কেলেঘাই কপালেশ্বরী নদী ব্রিজ নিয়ে সৌমেন বাবুর প্রতিক্রিয়ায় শোনা যায় গত পাঁচবছর আগে কাজ হলেও নদীব্রিজের বিপিআর ত্রুটিপুর্ন থাকায়,নতুন করে আবার কাজ শুরু হবে, তবে থেমে নেই কাজ অনেকটা এগিয়েছে তবে আবার তা সংস্কার করার জায়গাতে এসেছে বলে জানান তিনি, পাশাপাশি ঘাটাল মাস্টারপ্ল্যান আমি এগিয়ে নিয়ে গিয়েছিলাম কিন্তু কেন্দ্রীয় সরকার কোনোরুপ প্রাধান্য দেয়নি। শুধু হিন্দুত্বের তাস খেলে গিয়েছেন, কোনো কাজ করেননি, তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর তত্বাবধানের ঘাটালের উন্নয়নে অর্থ বরাদ্দ হবে। শুভেন্দু অধিকারী প্রসঙ্গে বলেন তিনি বিরোধী দলনেতা হয়েছেন বলে তাঁর প্রভাব আমাদের দলে পড়বে না, তাঁর কাজ তিনি করে যাবেন, বিরোধী দলনেতা সব জায়গায় থাকে, তাই উনি হয়েছেন, তা বলে শুভেন্দু অধিকারী আমাদের দলের কোনো ক্ষতি করতে পারবে না এমনটাই বললেন সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র। পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে তুলোধনা করলেন তিনি।
No comments