পূর্ব মেদিনীপুরে রাজনৈতিক হিংসা অব্যাহত। লাগাতার সন্ত্রাসের ফলে আতঙ্কিত সাধারণ মানুষ। ভগবানপুরের মহম্মদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার পশ্চিমবাড় ২৩ নং বুথে বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুর করল বর্তমান শাসকদল।রবিবার রাতে ভগবানপুরের পশ্চ…
পূর্ব মেদিনীপুরে রাজনৈতিক হিংসা অব্যাহত। লাগাতার সন্ত্রাসের ফলে আতঙ্কিত সাধারণ মানুষ। ভগবানপুরের মহম্মদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার পশ্চিমবাড় ২৩ নং বুথে বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুর করল বর্তমান শাসকদল।
রবিবার রাতে ভগবানপুরের পশ্চিমবাড় এলাকায় বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুর করল তৃণমূল,কিছুদিন আগে ওই অঞ্চলেহ বিজেপি কার্সকর্তার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করার পাশাপাশি বিজেপি কর্মীদের মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। রবিবার রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুর করার অভিযোগ তোলে বিজেপি নেতা রমেশ মাইতি। তিনি জানান রবিবার রাতে তৃণমূলের কিছু কতিপয় দুষ্কৃতী ভগবানপুর মহম্মদপুর অঞ্চলের পশ্চিমবাড় এলাকায় তান্ডপ চালিয়ে বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুর করে, এবং ২৩নং গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত সদস্যা রুমারাণী ওঝার বাড়ি ভাঙচুর করে। পুলিশকে জানানো হলে তেমন কোনো ভূমিকা নেই বলে দাবি করেন তিনি এবং এর সমাধান না হলে বিজেপি আগামীদিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেয়।
যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করে জেলা তৃণমূল সহ সভাপতি মদনমোহন পাত্র বলেন বিজেপি হেরে গিয়ে ভুলভাল বকছে, এই ঘটনার সাথে তৃণমূলের কেউ জড়িত নয়, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এলাকায় বিজেপিরাই সন্ত্রাস সৃষ্টি করছে।
No comments