মুছে যাক গ্লানি,ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা। এসো, এসো, এসো হে বৈশাখ । "১৬০তম রবীন্দ্র জন্মশতবার্ষিকী শ্রদ্ধার্ঘ্যে" হলদিয়া হাজরামোড় নটরাজ ড…
মুছে যাক গ্লানি,ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা। এসো, এসো, এসো হে বৈশাখ । "১৬০তম রবীন্দ্র জন্মশতবার্ষিকী শ্রদ্ধার্ঘ্যে" হলদিয়া হাজরামোড় নটরাজ ডান্স অ্যান্ড কালচারাল অ্যাকাডেমী। কবি প্রণামের মাধ্যমে সবাইকে এই ভয়ঙ্কর অতিমারির সময়ে পাসে থাকার আর্জি জানায় নটরাজ ডান্স অ্যান্ড কালচারাল একাডেমি কর্ণধার ছন্দা জানা।
No comments