Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সময়ের হাত ছাড়িনি নুটবিহারী পাত্র

গোটা পৃথিবীটাই অন্ধকারে মুখ থুবড়ে পড়েছে,দম-বন্ধকরা অন্ধকার-কেউ কাউকে দেখতে পাচ্ছিনা।হাত্ড়ে হাত্ড়ে খুঁজে মরছি প্রাণের স্পন্দন।সকলেই অন্ধ-কারায় আটককয়েকজন খুঁজে ফিরছেবেরোবার ফাটক।একটু আগেই এখানে বসেছিলমহামিলনের বাসরবসেছিল মেহফিলের আ…

 গোটা পৃথিবীটাই 

অন্ধকারে মুখ থুবড়ে পড়েছে,

দম-বন্ধকরা অন্ধকার-

কেউ কাউকে দেখতে পাচ্ছিনা।

হাত্ড়ে হাত্ড়ে খুঁজে মরছি 

প্রাণের স্পন্দন।

সকলেই অন্ধ-কারায় আটক

কয়েকজন খুঁজে ফিরছে

বেরোবার ফাটক।

একটু আগেই এখানে বসেছিল

মহামিলনের বাসর

বসেছিল মেহফিলের আসর,

জমেছিল নাচ-গান-নাটকের

জমজমাট দৃশ‍্যায়ন

এখন-কেউ জানেনা কোথায় স্বজন।


শ্মশানসম নিস্তব্ধতার মাঝে

নিজের পায়ের শব্দে

আঁত্কে উঠি বারবার-বারবার-আরবার।

নিজেকে আঁকড়ে ধরেই নিজেকে খুঁজি।

তবুও-

সময়ের হাত ছাড়িনি।

No comments