বাংলা তোলে বুকের মাঝে ভাষার আবেগ বান...মায়ের ভাষার অমৃত ধারায় পূত গঙ্গাস্নান...নিত্য করি অবগাহন... নিত্য নতুন গান...অনন্য সেই কাব্য রচন...বাংলা ভাষার দান!
তোমার জন্য প্রাণ দিয়েছে তোমারই সন্তান...সরকারী অন্যায্য বিলের দেয় নি সম…
বাংলা তোলে বুকের মাঝে ভাষার আবেগ বান...
মায়ের ভাষার অমৃত ধারায় পূত গঙ্গাস্নান...
নিত্য করি অবগাহন... নিত্য নতুন গান...
অনন্য সেই কাব্য রচন...বাংলা ভাষার দান!
তোমার জন্য প্রাণ দিয়েছে তোমারই সন্তান...
সরকারী অন্যায্য বিলের দেয় নি সম্মান।
রক্তঝরা উনিশ জানে ওঁদের অবদান...
হয়নি বিফল ভাষার জন্য মহান বলিদান।
বরাক সেদিন লাল হয়েছে বিপ্লবী রক্তে...
সদ্য ষোলোর কমলাও ভাষারই ভক্তের
আবেগ নিয়ে শহীদ হলো... হয়নি তা ব্যর্থ,
হার মেনেছে স্বৈরাচার... একপেশে স্বার্থ।
এগারোটি তাজা প্রাণ অকাতরে সেদিন...
জীবন দিয়ে শোধ করেছে মাতৃভাষার ঋণ!
ভাষা শহীদ স্টেশন আজও ওদের স্মৃতি বুকে...
দাঁড়িয়ে আছে গৌরবোজ্জ্বল ইতিহাস মুখে!
ক্ষুদ্র স্বার্থ নিয়ে চলা এই ধরণীর মাঝে...
আমরা কখন দানব হই কখন দেব সাজে...
স্বার্থ ভুলে দেশপ্রেমের আহ্বানে দি সাড়া...
ওরা জানে...এই বাংলার ভাষা শহীদেরা!
No comments