Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বস্ত্র ব্যবসায়ীদের সময়সীমা পরিবর্তন করার আবেদনে স্মারকলিপি জমা পড়ল বিডিও অফিসে

মঙ্গলবার দুপুরে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের বিডিওর কাছে একটি স্মারকলিপি জমা দিল কোলাঘাট এলাকার স্বর্ণ ব্যবসায়ী ও কাপড় ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অভিযোগ বর্তমান পূর্ণ লকডাউন এর সময় রাজ্য সরকারের নির্দেশে কাপড় দোকান এবং সোনা…

 





মঙ্গলবার দুপুরে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের বিডিওর কাছে একটি স্মারকলিপি জমা দিল কোলাঘাট এলাকার স্বর্ণ ব্যবসায়ী ও কাপড় ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অভিযোগ বর্তমান পূর্ণ লকডাউন এর সময় রাজ্য সরকারের নির্দেশে কাপড় দোকান এবং সোনার দোকান বেলা 12 টা থেকে বিকেল তিনটে পর্যন্ত খোলা থাকবে বলে জানিয়েছে। কিন্তু অভিযোগ এই সময় একদিকে  তীব্র দাবদাহ ও অন্যদিকে লকডাউনের জন্য অন্যান্য সামগ্রী দোকান বন্ধ থাকার কারনে সাধরন মানুষজন একপ্রকার বাড়ি থেকে বের হতে হয় না। যার ফলে সোনার দোকান এবং কাপড় দোকান গুলি বেলা বারোটার পর দোকান খুললে কোন খদ্দের থাকে না এবং খাঁ খাঁ রোদে ক্রেতা শূন্য কাপড় দোকানগুলি। যাঁর ফলে রীতিমতো ক্ষতির সম্মুখিন হতে হচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের। সেই কারনেই মঙ্গলবার দুপুরে কোলাঘাট এলাকার কাপড় ব্যবসায়ী ও স্বর্ণব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কোলাঘাট ব্লকের বিডিওর কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। তাতে জানানো হয়, প্রশাসন যদি অন্যান্য দোকানের মতো কাপড় ও স্বর্ণদোকানগুলি সকাল ৮ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেয় তাহলে ব্যবসায়ীরা কিছুটা উপকৃত হতে পারবেন। ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বলা হয়,বিষয়টি নিয়ে বিডিওর কাছে স্মারকপত্র দেওয়া হয়েছে,বিষয়টি আজই উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে অভিযোগপত্রটি পাঠানো হবে বলে আশ্বাস দিয়েছেন।

No comments