Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কুলবাড়ী নবোদয় সংঘ ও চলো পাল্টাই এর যৌথ উদ্যোগে সংগঠিত হল রক্তদান শিবির

গ্রীষ্মের দাবদাহে ও করোনা পরিস্থিতির কারনে জেলা থেকে রাজ্যের সমস্ত ব্লাডব্যাংক প্রায় রক্তশূন্য। এরকম এক পরিস্থিতিতে এলাকার মানুষকে সকল প্রকার কোভিড প্রটোকল অনুযায়ী সংগঠিত করে আজকের এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় নবোদয় সংঘ প্রাঙ…

 







গ্রীষ্মের দাবদাহে ও করোনা পরিস্থিতির কারনে জেলা থেকে রাজ্যের সমস্ত ব্লাডব্যাংক প্রায় রক্তশূন্য। এরকম এক পরিস্থিতিতে এলাকার মানুষকে সকল প্রকার কোভিড প্রটোকল অনুযায়ী সংগঠিত করে আজকের এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় নবোদয় সংঘ প্রাঙ্গণে। কুল বাড়ী নবোদয় সংঘ এর সম্পাদক সৌরভ প্রধান বলেন বর্তমান পরিস্থিতি বড়ই ভয়ংকর তবুও তার মধ্যে মানুষের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। সে কারণেই আজকের এই রক্তদান শিবিরের আয়োজন। সভাপতি প্রগতি রঞ্জন দাস জানান আজকের এই রক্তদান শিবিরে মোট 54 জন রক্তদাতা রক্তদান করার জন্য উপস্থিত হন কিন্তু শারীরিক অক্ষমতার কারণে দুজন রক্তদান করতে পারেন নি মোট 52 জন রক্তদাতা আজকের এই শিবিরে রক্ত দান করেন। এদের মধ্যে 12 জন মহিলা রক্ত দান করেন আজকের শিবিরে। 50 জন অতিক্রান্ত হয়েছে রক্তদাতা তাই বেশ কয়েকজন রক্তদাতাকে আজ এই শিবিরে আসতে বারণ করা হয়। মুখ্য উপদেষ্টা দেবাশীষ করন জানালেন যে সমস্ত রক্তদাতাদের আস্তে আজকের বারণ করা হয়েছে তাদের জানানো হয়েছে আগামী কিছুদিনের মধ্যে আবারও একটি রক্তদান শিবির সংগঠিত করে তাদের রক্ত দানের ব্যবস্থা করে দেয়া হবে সংস্থার পক্ষ থেকে। চলো পাল্টাই পরিবারের সভাপতি অরুণাংশু প্রধান  জানিয়েছেন স্থানীয় শাখা সংগঠন ক্লাব প্রতিষ্ঠান সহযোগিতা নিয়ে তাদের পাশে থেকে চলো পাল্টাই পরিবার জেলা জুড়ে এই রক্তদান শিবির সংগঠিত করে এসেছে এবং আগামীদিনেও তারা রক্তদান শিবির সংগঠিত করবে। চলো পাল্টাই সংগঠনের স্বাস্থ্য বিভাগীয় প্রধান সৈকত শাসমল জানিয়েছেন আগামী জুন মাসে এরকম একটি রক্তদান শিবির সংগঠিত করা হবে নন্দীগ্রাম সুপারস্পেস্যালিটি হসপিটাল কে সঙ্গে নিয়ে এই চন্ডিপুর ব্লকে মধ্যে হবিচক নানকার চক পটুয়া শিল্পী সমিতির সহযোগিতায়।  আগত সকল রক্তদাতাদের সম্পূর্ণ স্বাস্থ্য বিধি অনুযায়ী রক্তদান শিবিরে প্রবেশ করানো হয়। রক্তদানের পর তাদের হাতে সংস্থার নামাঙ্কিত স্মারক তুলে দেয়া হয় এবং তার সাথে একটি করে চারা গাছ তুলে দেয়া হয় সংগঠনের পক্ষ থেকে। বর্তমান সময়ে দাঁড়িয়ে দুই সংগঠনের যৌথ উদ্যোগে সংঘটিত হওয়া রক্তদান শিবির কে সাফল্যমন্ডিত করতে এলাকার মানুষ এগিয়ে এসেছেন সানন্দে।

No comments