করোনা ভাইরাসের দ্বিতীয় পর্যায়ের ঢেউ ক্রমশ ঊর্ধ্বমুখী সারা জেলার পাশাপাশি ব্লক গুলিতে, ইতিমধ্যেই তৎপর হয়েছে রাজ্য প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসন, পাশাপাশি মহামারি ভাইরাসের মোকাবিলায় ইতিমধ্যেই রাস্তায় নেমে পড়েছে বিভিন্ন স…
করোনা ভাইরাসের দ্বিতীয় পর্যায়ের ঢেউ ক্রমশ ঊর্ধ্বমুখী সারা জেলার পাশাপাশি ব্লক গুলিতে, ইতিমধ্যেই তৎপর হয়েছে রাজ্য প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসন, পাশাপাশি মহামারি ভাইরাসের মোকাবিলায় ইতিমধ্যেই রাস্তায় নেমে পড়েছে বিভিন্ন সমাজসেবী সংগঠন থেকে শুরু করে বর্তমান শাসক দলের নেতাকর্মীরা, বুধবার পূর্ব মেদিনীপুর জেলার পঁচেট অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নীলমাধব দাস অধিকারী উদ্যোগে পঁচেট বাজার সংলগ্ন এলাকায় করোনার সচেতনতা মূলক প্রচার করেন এবং মাক্স স্যানিটাইজার বিতরণ কর্মসূচি গ্রহণ করেন। এই কর্মসূচিতে পঁচেট অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি নিলমাধব দাস অধিকারী পঁচেট বাজারে দোকান গুলির সামনে নিজের হাতে গন্ডি কেটে দোকানদার ও ক্রেতাদের নিদিষ্ট দূরত্ব বজায় রেখে কেনা বেচারা জন্য সচেতন করেন। এই সম্বন্ধে পঁচেট অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি নিলমাধব দাস অধিকারী জানান আমাদের পটাশপুরে জনপ্রিয় বিধায়ক উত্তম বারিকের সহযোগিতায় এই কর্মসূচি আমরা করছি।
No comments