Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মহিষাদল এলাকায় করোনায় আক্রান্ত ৬০০

কভিড১৯ আছড়ে পড়েছে সারাদেশে। তার সাথে পূর্ব মেদিনীপুর জেলাতে ইতিমধ্যে  অনেকেই প্রাণ হারিয়েছেন ।তাই হলদিয়া ,সুতাহাটা এবং মহিষাদল এলাকায় স্ট্রাকফোস তৈরি করেছে প্রশাসনের পক্ষ থেকে। হলদিয়া স্টেহোম করা হয়েছে বিভিন্ন হাসপাতালে এম…

 



কভিড১৯ আছড়ে পড়েছে সারাদেশে। তার সাথে পূর্ব মেদিনীপুর জেলাতে ইতিমধ্যে  অনেকেই প্রাণ হারিয়েছেন ।তাই হলদিয়া ,সুতাহাটা এবং মহিষাদল এলাকায় স্ট্রাকফোস তৈরি করেছে প্রশাসনের পক্ষ থেকে। হলদিয়া স্টেহোম করা হয়েছে বিভিন্ন হাসপাতালে এমার্জেন্সি হিসেবে রোগীকে দেখার জন্য টিম তৈরি করা হয়েছে।করোনা সংক্রমণ ব্যাপক হারে বাড়তে থাকায় বাড়তি নজরদারি জন্য মহিষাদল ব্লকের ১১ টি গ্রাম পঞ্চায়েতের দশটি কে রেড জোন  ঘোষণা করা হয়েছে। পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মদক্ষ তরুণ মন্ডল বললেন ব্লক এলাকায় করণা আক্রান্তের সংখ্যা ৬০০ পেরিয়েছে। গ্রামীণ এলাকায় এত বেশি হারে সংক্রামক চিন্তায় ফেলেছে চিকিৎসকদের। এদিকে মহিলাদের মহিষাদল বাসুলিয়া গ্রামের হাসপাতালে দুজন চিকিৎসক একজন অর্থোপেডিক। স্বাস্থ্য ও আশা কর্মী মিলিয়ে ৭ থেকে ৮ জন করোনায় আক্রান্ত হওয়া কাজে সমস্যা হচ্ছে বলে জানান হাসপাতাল চিকিৎসক মোহনলাল ঘড়াই। হলদিয়া ব্লকের বিডিও সঞ্জয় দাস বললেন বাজার গঞ্জ এলাকায় সরকারি সময় বিধি মানা হচ্ছে কিনা দেখতে পঞ্চায়েত ও ব্লকের যৌথ টিম নজরদারি ও প্রচার চালাচ্ছে।

No comments