কোভিড১৯ জেলায় চলছে মৃত্যুর মিছিল।২০২০ থেকে স্কুল কলেজ বন্ধ। বাড়িতে রয়েছেন শিক্ষক শিক্ষিকা। তাদের শরীর সুস্থ রাখতে স্কূল শিক্ষক দিলীপ বাবুর দাঁড়াই।শরীর মন সুস্থ রাখতে যোগাসন করুন।যোগাসনের উপকারিতা কে না জানে!করোনার ভয়াবহ পরিস…
কোভিড১৯ জেলায় চলছে মৃত্যুর মিছিল।২০২০ থেকে স্কুল কলেজ বন্ধ। বাড়িতে রয়েছেন শিক্ষক শিক্ষিকা। তাদের শরীর সুস্থ রাখতে স্কূল শিক্ষক দিলীপ বাবুর দাঁড়াই।শরীর মন সুস্থ রাখতে যোগাসন করুন।যোগাসনের উপকারিতা কে না জানে!করোনার ভয়াবহ পরিস্থিতিতে সবাইকে বাড়িতে বসে যোগাসন করার বার্তা দিলেন বৃক্ষেপ্রমী শিক্ষক দিলীপ কুমার পাত্র।তাঁর মতে করোনার সময় যোগাসন করলে রোগ প্রতিরোধ ক্ষমতা, হজম শক্তি ও মনোবল বাড়ে। এছাড়া ঘুম ভালো হয়।তাই সবার উচিত এই কঠিন সময় যোগাসন করা।দিলীপ বাবু করোনা নিয়ে ইতিমধ্যে গান ও শ্লোগান লিখে সবার নজর কেড়েছেন।নিজ উদ্যোগে পাঁচশোর বেশী মাস্ক বিতরণ করেছেন।এছাড়া ময়না পরিবেশ মঞ্চ,রেডক্রশ ইত্যাদি সংস্থার হয়ে করোনা সচেতনতা নিয়ে মাইকিং করেন।নিজ প্রচেষ্টায় কিছু অসহায় মানুষকে খাদ্যসামগ্রীও তুলে দেন।
No comments