পূর্ব মেদিনীপুরের খেজুরি বিধানসভার অন্তর্গত বারাতলা অঞ্চলের মালদহ ১৬২ নম্বর বুথে বিধবা মহিলা অপর্না দাস কে তৃণমূল আশ্রিত মুসলিম দুষ্কৃতী গণধর্ষণ করে মুখে বিষ দিয়ে প্রাণনাশের চেষ্টা করেছে উনি মরণাপন্ন অবস্থায় বর্তমান কামারদা হাস…
পূর্ব মেদিনীপুরের খেজুরি বিধানসভার অন্তর্গত বারাতলা অঞ্চলের মালদহ ১৬২ নম্বর বুথে বিধবা মহিলা অপর্না দাস কে তৃণমূল আশ্রিত মুসলিম দুষ্কৃতী গণধর্ষণ করে মুখে বিষ দিয়ে প্রাণনাশের চেষ্টা করেছে উনি মরণাপন্ন অবস্থায় বর্তমান কামারদা হাসপাতাল থেকে কাঁথিতে স্থানান্তরিত করেছে তাই সমস্ত মানুষ আজ পথ অবরোধে সামিল হয়ে বিক্ষোভ দেখায়, ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ এসে অবরোধ তোলার চেষ্টা করলে, রাস্তার ওপর বসে পড়ে বিক্ষোভ দেখায়, এমনকি অভিযোগ গোমাংস খেয়ে মন্দিরে ফেলে দিয়ে যায়, পুরুষদের ধরে ধরে মারধর করছে, মহিলাদের জোর করে ধর্ষণ করে প্রানে মেরে ফেলছে, এমন অভিযোগে পথ অবরোধ খেজুরিতে।
পাশাপাশি খেজুরি বিধানসভা কেন্দ্রে বারাতলা অঞ্চলের মালদাতে মহিলাকে ধর্ষণ করে মুখে বিষ ঢেলে দেওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। খেজুরি বিধানসভা কেন্দ্রে ৯২ ও ১০২ নং বুথে রাতের অন্ধকারে তাণ্ডব চালানোর সময় গ্রামবাসীরা তেড়ে যেতেই পালিয়ে যায় দুষ্কৃতীরা।
No comments