Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিধবা মহিলা কে ধর্ষণ করে খুনের চেষ্টায় অভিযুক্ত তৃণমূল

ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে,চাঞ্চল্য,পথ অবরোধ স্থানীয়দের ২১শে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর থেকেই সারা রাজ্যের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলায় উত্তেজনার ছবি উঠে আসছে, পূর্ব মেদিনীপুরে…







ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে,চাঞ্চল্য,পথ অবরোধ স্থানীয়দের
২১শে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর থেকেই সারা রাজ্যের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলায় উত্তেজনার ছবি উঠে আসছে,
পূর্ব মেদিনীপুরের খেজুরি বিধানসভার অন্তর্গত বারাতলা অঞ্চলের মালদহ ১৬২ নম্বর বুথে এক বিধবা মহিলা কে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গণধর্ষণ করে মুখে বিষ দিয়ে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে বলে অভিযোগ, গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে সমগ্র এলাকায়, এরপর ওই মহিলাকে উদ্ধার করে কামারদা হাসপাতালে নিয়ে গেলে তাঁর শারীরিক অবস্থা অবনতি হওয়ার কারণে কাঁথি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অন্যদিকে গোটা ঘটনার কথা অস্বীকার তৃণমূলের, এই ঘটনার প্রতিবাদে বুধবার সকালে রাজ্য সড়ক অবরোধ করে তীব্র বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় মানুষজন,ঘটনাস্থলে খেজুরি থানার বিশাল পুলিশবাহিনী। ঘটনাস্থলে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বলেন তৃণমূলের পরাজিত প্রার্থী পার্থপ্রতিম দাস, তাকে ঘিরে দীর্ঘক্ষন বিক্ষোভ চালালেও সাধারণ মানুষকে বোঝাতে সক্ষম হন তিনি, পাশাপাশি কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অনুপ চক্রবর্তী কার্যত পুলিশ প্রশাসনের উপর আঙ্গুল তুললেই পুলিশ প্রশাসনের পাশে এসে দাঁড়ালেন কারণ তিনি বলেন অত বড় এলাকায় সামান্য সংখ্যক পুলিশ প্রশাসন নিয়ে এই ধরনের ঘটনা নিয়ন্ত্রণে আনা অসম্ভব আমি আমাদের সমস্ত কার্যকর্তাদের অনুরোধ জানাচ্ছি তারা যাতে এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়। ওই মহিলার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলে জানা যায়।

No comments