লকডাউনের প্রথম দিনেই পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে নিত্যদিনের সব্জী বাজারে দেখা গেল উপচে পড়া ভিড়। রাজ্য সরকারের ঘোষিত ১৫ দিনের লকডাউনে বন্ধ সমস্ত কিছু, জরুরী ভিত্তিক পরিষেবা ছাড়া খুলবে না স্কুল কলেজ, দোকানপাট। বন্ধ থাকবে বাজারহা…
লকডাউনের প্রথম দিনেই পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে নিত্যদিনের সব্জী বাজারে দেখা গেল উপচে পড়া ভিড়। রাজ্য সরকারের ঘোষিত ১৫ দিনের লকডাউনে বন্ধ সমস্ত কিছু, জরুরী ভিত্তিক পরিষেবা ছাড়া খুলবে না স্কুল কলেজ, দোকানপাট। বন্ধ থাকবে বাজারহাটও।
তাই আগেভাগে আলু পেঁয়াজ কিনে বাড়িতে মজুত রাখার উদ্দেশ্যে বাজারে ক্রেতাদের ঢল, তাঁরই মাঝে সুযোগ বুঝে সব্জীর দাম বাড়াল বিক্রেতারা। তবে কিছু কিছু ব্যবসায়ী আনাজ নষ্টের ফলে স্বল্প দামেও বিক্রি করে। যাঁর ফলে হুড়মুড়িয়ে পড়ে ক্রেতা। ক্রেতা খোকন বেরা বলেন লকডাউন ঘোষণা হয়েছে, তাই কেনাকাটা করে বাড়িতে মজুত রাখছি নানান সব্জী, পুরোপুরি বন্ধ হয়ে গেলে খাব কি, খেয়ে পরে বেঁচে থাকতে হবে, তাঁরই মাঝে ব্যাবসায়ীরা সুযোগ বুঝে আনাজের দাম আকাশছোঁয়া বৃদ্ধি করে দিয়েছে।
No comments