ও-পাড়ায় শোনাযায় আজানের সুরকত তার কারিকুরি কত সুমধুর।ঘন্টার ধ্বনি-শাঁখ বাজে এ-পাড়ায়সব সুর একাকার মিলেমিশে যায়।সকলেই শ্বাস নিই এক বাতাসেতেএকই রোদ গায়ে মাখি,এক আঁধারেতে।এক মাটি দিয়ে গড়ি মাথাগোঁজা ঠাঁইএক মাঠে মিলেমিশে ফসল ফলাই।হারু ক…
ও-পাড়ায় শোনাযায় আজানের সুর
কত তার কারিকুরি কত সুমধুর।
ঘন্টার ধ্বনি-শাঁখ বাজে এ-পাড়ায়
সব সুর একাকার মিলেমিশে যায়।
সকলেই শ্বাস নিই এক বাতাসেতে
একই রোদ গায়ে মাখি,এক আঁধারেতে।
এক মাটি দিয়ে গড়ি মাথাগোঁজা ঠাঁই
এক মাঠে মিলেমিশে ফসল ফলাই।
হারু কাকা রক্ত দিলে বাঁচে করিম চাচা
মফিজুল রক্ত দলে বাঁচে শ্যামার বাছা।
এক মাটিতেই গড়া শ্মশান কবর
মরণেতে সব শেষ এইতো খবর।
তবু কেন ধর্মভেদে রক্ত তবু ঝরে
বন্ধহোক ধর্মান্ধতা এবার চিরতরে।
No comments