লকডাউনের প্রথম দিনেই কিছুটা হলেও অন্যান্য দিনের তুলনায় স্তব্ধ পূর্ব মেদিনীপুর জেলার রেলপথ সহ জাতীয় ও রাজ্য সড়ক। জনমানব শূন্য স্টেশন ও বাসস্ট্যান্ড। মেচেদা বাসস্ট্যান্ডে সারি সারি দারিয়ে যাত্রীবাহী বাস , ট্রেকার ও অন্যান্য পরিব…
লকডাউনের প্রথম দিনেই কিছুটা হলেও অন্যান্য দিনের তুলনায় স্তব্ধ পূর্ব মেদিনীপুর জেলার রেলপথ সহ জাতীয় ও রাজ্য সড়ক। জনমানব শূন্য স্টেশন ও বাসস্ট্যান্ড। মেচেদা বাসস্ট্যান্ডে সারি সারি দারিয়ে যাত্রীবাহী বাস , ট্রেকার ও অন্যান্য পরিবহন গাড়ি । রাস্তাঘাট ফাঁকা, বন্ধ দোকান পাট , তবে সকাল ১০ টা পর্যন্ত সবজি মাছ বাজার খোলা থাকায় প্রচুর মানুষ কিন্তু ভিড় জমিয়েছেন নিত্যপ্রয়োজনীয় সবজি ও মাছের বাজারে । ব্লক প্রশাসনের পক্ষ থেকে সকাল থেকেই মাইকিং করে দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হচ্ছে কাঁকটিয়া, বুড়ারি, দেউলিয়া, কোলাঘাট এবং মেচেদার একাধিক এলাকায় ।
No comments