Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আজ ২৬ মে চন্দ্রগ্রহন

চন্দ্র গ্রহণ শুরু হবে দুপুর ৩:৪৫ মিনিট থেকে এবং গ্রহনের সমাপ্তি হবে সন্ধ্যা ৬:৫২ মিনিটে।গ্রহনের সময় কি কি করা উচিত নাঃ গ্রামের প্রচলন ★গ্রহনের সময় (দা,বটি,ছুরি,কাঁচি,ব্লেড) ইত্যাদি ধারালো অস্ত্র স্পর্শ করা বা এগুলো দিয়ে কোনো কিছু…

 




 

চন্দ্র গ্রহণ শুরু হবে দুপুর ৩:৪৫ মিনিট থেকে এবং গ্রহনের সমাপ্তি হবে সন্ধ্যা ৬:৫২ মিনিটে।

গ্রহনের সময় কি কি করা উচিত নাঃ গ্রামের প্রচলন

 ★গ্রহনের সময় (দা,বটি,ছুরি,কাঁচি,ব্লেড) ইত্যাদি ধারালো অস্ত্র স্পর্শ করা বা এগুলো দিয়ে কোনো কিছু কাটা উচিত না।

★গ্রহনের মুহুর্তে কোনো খাবার রান্না করবেন না।

★এই সময় কোনোরকম খাবার খাওয়া উচিত না, এবং যে রান্না গুলো করা থাকে তাতে ১-২ টা তুলসী পাতা দিতে হবে গ্রহনের আগে।

★এই সময় শরীরে কোনো প্রকার তেল মালিশ করা ঠিক না, সেটা ব্যাথানাশক তেল হোক বা অন্য কোনো তেল।

★গ্রহনের সময় (সোনা,রুপা,তামা,লোহা) ইত্যাদির গহনা আর সেফটিপিন শরীরে ধারণ করা নিষিদ্ধ। 

★গ্রহনের সময় ঠাকুরের বিগ্রহ বা ছবি,তুলসী গাছ স্পর্শ করা যাবে না।

★এই সময় পূজা-পার্বণ সহ কোনো শুভ কাজ করা নিষিদ্ধ। 

★গ্রহনের সময় কোনোরকম ক্ষৌর কাজ যেমন(চুল,দাড়ি,নখ কাটবেন না)।

★গ্রহনের সময় অশুভ শক্তি জাগ্রত হয় তাই কখনোই এই সময় কোনো নির্জন স্থান,বাঁশ ঝারের নিচে,জঙ্গলে বা শশানে থাকা উচিত নয়।

★এই সময় চুলে তেল দেয়া,চুল ধোয়া উচিত না।

★কোনো কাপড় গ্রহনের সময় ধোবেন না।

★গ্রহনের সময় ঘুমানো উচিত না।

✅গ্রহনের সময় কি কি করা উচিতঃ

★গ্রহন শেষ হলে স্নান করে শুদ্ধ কাপর পরে ভগবানের পূজা করতে হবে।

★গ্রহনের সময় কাউকে কোনো কিছু দান করা খুব ভালো।এতে অন্য দিনের তুলনায় দ্বিগুণ পূণ্য লাভ হয়।

★এই দিন মা লক্ষী আর শ্রী বিষ্ণুর পূজা করা উচিত।

★পূজার সময় অবশ্যই কাঁচা হলুদ,আতপ চাল,পন্ঞ্চামৃত ব্যাবহার এবং শঙ্খের জল দিয়ে ঠাকুরকে অভিষেক করা উচিত এই দিন।

No comments