Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তীব্র জলোচ্ছ্বাস ,হুগলি নদীর জলে ডুবল হলদিয়া পৌর এলাকা

আর কয়েক ঘন্টার মধ্যেই পূর্ব মেদিনীপুরের  উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় যশ, গতকাল থেকেই শুরু হয়েছে হালকা ভারী বৃষ্টিপাত সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া, অন্যদিকে সমস্ত পরিস্থিতির ওপর নজর রাখছে জেলা প্রশাসন থেকে শুরু করে …

 





আর কয়েক ঘন্টার মধ্যেই পূর্ব মেদিনীপুরের  উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় যশ, গতকাল থেকেই শুরু হয়েছে হালকা ভারী বৃষ্টিপাত সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া, অন্যদিকে সমস্ত পরিস্থিতির ওপর নজর রাখছে জেলা প্রশাসন থেকে শুরু করে ব্লক প্রশাসনের আধিকারিকেরা, খোলা হয়েছে কন্ট্রোল রুম, সর্বদায় প্রস্তুত রয়েছে এনডিআরএফ টিম, সব মিলিয়ে কার্যত আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে সমুদ্র উপকূলবর্তী এলাকায়। বুধবার সকালে এমনই ছবি উঠে এলো পূর্ব মেদিনীপুর জেলার হুগলি নদীর উপকূলবর্তী এলাকায়, জলোচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।হলদিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ঝিকুরখালি মৌজা, এরিয়া খালি মৌজা  নদীর পাড় ভেঙে জল চলে এলো পৌর এলাকায় । তার সাথেই প্রবেশ করল ময়াল সাপ। এইসব দেখে মানুষের আতঙ্ক-বেড়েছে। রাস্তার ওপর থই থই করছে জল, বাজারঘাট ডুবেছে সমুদ্রের নোনা জলে। হু হু করে ঢুকছে সমুদ্রের জল ভাসছে মূল রাস্তা । আরো ভয়ঙ্কর হয়ে উঠতে পারে কারণ এই পৌরসভার এই ওয়ার্ডের মধ্যে বিভিন্ন কারখানা রয়েছে সেই কারখানার মধ্যে জল পৌঁছে গেছে।অন্যদিকে নদীর বাঁধ  পেরিয়ে গ্রামে ঢুকেছে সমুদ্রের নোনাজল।  ভয়ঙ্কর তীব্রতা নিয়ে উপচে পড়ে  ঢেউ। এ যেন প্রবল বন্যার রূপ । হলদিয়ার বাজারে এক কোমর জলের ওপর দিয়ে হাঁটছে স্থানীয় বাসিন্দারা। ডুবছে ঘরবাড়ি। পুকুর ডোবা সব ভরে জলমগ্ন।এলাকার মানুষজন শিবিরের মুখোমুখি। 


No comments