Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভোট মিটতেই শুদ্ধিকরণ এবার কোপ শহীদ মাতঙ্গিনী ব্লক সভাপতির

ভোট মিটতে প্রথমে দল থেকে বহিষ্কার পর অনাস্থা প্রস্তাব, এবার অনাস্থা প্রস্তাব গৃহীত হল শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি দিবাকর জানার বিরুদ্ধে। গতবছর  ৭ ফেব্রুয়ারি কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্ট এর আধিকারিকদের মারধরের ঘটনা…

 






ভোট মিটতে প্রথমে দল থেকে বহিষ্কার পর অনাস্থা প্রস্তাব, এবার অনাস্থা প্রস্তাব গৃহীত হল শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি দিবাকর জানার বিরুদ্ধে। গতবছর  ৭ ফেব্রুয়ারি কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্ট এর আধিকারিকদের মারধরের ঘটনায় গ্রেফতার হয় শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি দিবাকর জানা।  তারপর তৎকালীন জেলা সভাপতি শিশির অধিকারী তৃণমূল দল থেকে বহিষ্কার করে শহীদ মাতঙ্গিনী ব্লক এর সভাপতি দিবাকর জানা কে। বেশ কয়েক দিন জেল খাটার পর জামিনে মুক্ত পান দিবাকর জানা।  দল থেকে সাসপেন্ড থাকার পরেও ৯অক্টোবর পুনরায় পঞ্চায়েত সমিতির দখল করেন দিবাকর জানা। বেশ কয়েক মাস পর পুনরায় সাসপেন্ড তুলে নেয় দল। এরপর বিধানসভা ভোট। ভোট মিটতেই বিধানসভা ভোটের রাজ্য নেতৃত্ব নির্দেশে দল বিরোধী কাজ করার জন্য জেলা সভাপতি সৌমেন মহাপাত্র দল থেকে সাসপেন্ড করে দিবাকর জানার সহ বেশ কয়েকজন গ্রাম পঞ্চায়েত প্রধান জেলা পরিষদের সদস্য কে। গত ২৭ শে এপ্রিল.2020 তমলুক মহাকুমার শাসকের কাছে অনাস্থা প্রস্তাব আনেন ২৫ জন  শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সদস্যরা। এরপর মহকুমা শাসকের কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দেন দিবাকর জানা।আজ শহীদ মাতঙ্গিনী ব্লকে 30 জন  পঞ্চায়েত সমিতির  মেম্বারে মধ্যে ২৫ মেম্বার অনাস্থা প্রস্তাবের হাত তুলে সমর্থন জানা।




No comments