এবার করণায় আক্রান্ত হলেন পূর্ব মেদিনীপুর জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাঝি। তিনি এই মুহূর্তে হোম আইসোলেশন আছেন। এর আগে অতিরিক্ত জেলা শাসক আক্রান্ত হন যদিও অতিরিক্ত জেলা শাসক (জেলা পরিষদ) ও অতিরিক্ত জেলা শাসক (ভূমি) দুজনেই বর্তমান …
এবার করণায় আক্রান্ত হলেন পূর্ব মেদিনীপুর জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাঝি। তিনি এই মুহূর্তে হোম আইসোলেশন আছেন। এর আগে অতিরিক্ত জেলা শাসক আক্রান্ত হন যদিও অতিরিক্ত জেলা শাসক (জেলা পরিষদ) ও অতিরিক্ত জেলা শাসক (ভূমি) দুজনেই বর্তমান সুস্থ রয়েছেন। এই মধ্যেই গত ২৪ ঘন্টায় যে রেকর্ডসংখ্যক সংক্রমনের ঘটনা ঘটেছে এদিনে আক্রান্ত হয়েছেন ৭২৮ জন। এর আগে কখনো এত বেশি সংখ্যক সংক্রমনের ঘটনা ঘটেনি ।মারা গিয়েছেন দুজন। গত ৬ মে পূর্ণেন্দু শেখর জানা জেলা শাসক হিসেবে কাজে যোগদান করেন। সেই দিনই তিনি হলদিয়া যান। তার পরপর বেশ কয়েকটি করো না নিয়ে বৈঠক করেন ।শরীরে উপসর্গ থাকায় সম্প্রতি টেস্ট করান। তাতে পজিটিভ রিপোর্ট এসেছে। আগেই মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাস রায় করোনা আক্রান্ত হয়েছিলেন ।বর্তমানে তিনিও হোম আইসোলেশনে রয়েছেন।
No comments