Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অতি মহামারীতে COVID-19 সচেতনতা শিবির

কোভিড ১৯ দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে সারারাত দেশে পূর্বমেদিনীপুর তার ব্যতিক্রম নয় ইতিমধ্যে বেশ কয়েক জন মারা গেছেন পূর্ব মেদিনীপুর জেলায় করণা ভ্যাকসিন বেশ কিছু জায়গায় আকাল পড়েছে তারই মধ্যে মানুষকে সচেতন করার জন্য পৌর এলাকায় ব…

 





কোভিড ১৯ দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে সারারাত দেশে পূর্বমেদিনীপুর তার ব্যতিক্রম নয় ইতিমধ্যে বেশ কয়েক জন মারা গেছেন পূর্ব মেদিনীপুর জেলায় করণা ভ্যাকসিন বেশ কিছু জায়গায় আকাল পড়েছে তারই মধ্যে মানুষকে সচেতন করার জন্য পৌর এলাকায় বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন। আজ ২৩ এপ্রিল শুক্রবার বিকাল ৪ টায় ভাজাচাউলি অঞ্চল অফিসে কোভিড পরিস্থিতি মোকাবেলা নিয়ে বিশেষ সভা হয় । এই সভা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে স্বপন বাগ(গ্রাম প্রধান). উপস্থিত ছিলেন  অতিথি হিসেবে কাঁথি-৩ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিকাশ চন্দ্র বেজ । সভাপতিত্বে এবং প্রধান উপস্থিতিতে প্রায় ১০০ জন মানুষের জনসমাগমে একটি COVID-19 সচেতনতা শিবিরের আয়োজন করা হয়।এই শিবির সাফল্য মন্ডিত হয়ে ওঠে সমস্ত পঃ সদস্য,সদস্যা;বাজার কমিটির সমস্ত কর্মকর্তাগন;গ্রাম কমিটির কর্মকর্তাগন;বিভিন্ন ক্লাব,সংঘ ও উপসংঘের সদস্যবৃন্দদের উপস্থিতিতে।

No comments