Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বকেয়া মিউটেশন ও কনভারসন কেশ দ্রুত নিষ্পত্তির দাবী জানান প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন

পূর্ব মেদিনীপুর জেলার ২৫ টি ব্লক ভূমি ও ভূমি সংষ্কার দপ্তরে মিউটেশন ও কনভারসন কেশ বকেয়ার পাহাড় জমে উঠেছে। ২০২০ সালের ডিসেম্বরের শেষে জেলায় প্রায় ৫০ হাজার মিউটেশন কেশ বকেয়া পড়েছিল। ১১ ই ডিসেম্বর পর্যন্ত ৪৮,২৩০ টি মিউটেশন কেশ সাবমি…

 




পূর্ব মেদিনীপুর জেলার ২৫ টি ব্লক ভূমি ও ভূমি সংষ্কার দপ্তরে মিউটেশন ও কনভারসন কেশ বকেয়ার পাহাড় জমে উঠেছে। ২০২০ সালের ডিসেম্বরের শেষে জেলায় প্রায় ৫০ হাজার মিউটেশন কেশ বকেয়া পড়েছিল। ১১ ই ডিসেম্বর পর্যন্ত ৪৮,২৩০ টি মিউটেশন কেশ সাবমিট করা হয়েছিল। কাঁথি মহকুমার ভগবানপুর-২ ব্লকে বকেয়া র সংখ্যা ৯৩৬১,কাঁথি-১ ব্লক ৮২৩০,দেশপ্রাণ ব্লক ২৮৭০,কাঁথি-৩ ৩৫৮৬,খেজুরী-১ ৩৭৭৯,খেজুরী-২ ৪৯৩৪,রামনগর-১৩৬৪,রামনগর-২ ২০০১।এগরা মহকুমার ভগবানপুর-১ ১৪৩৮৬,এগরা -১ ২৩৮৪,এগরা-২ ৮৯৮৯,পটাশপুর-১ ৭১৭,পটাশপুর-২ ১৬৬১৮ মিউটেশন কেশ জমা পড়া সত্বেও ডিসেম্বর মাসের শুরুতেই বকেয়া ছিল। বিভিন্ন ব্লকে বকেয়া কনভারসন কেশের সংখ্যাও উল্লেখযোগ্য। ২০২১ সালের মার্চ মাস পর্যন্ত বকেয়া মিউটেশন ও কনভারসন কেশের সংখ্যা ঊর্ধমুখী।ফলশ্রুতিতে অনেকের ব্যাঙ্কলোন,  প্রকল্প রূপায়ণ ও গৃহনির্মাণ অাটকে থাকছে। প্রশাসনিক উদাসীনতা, রাজনৈতিক ও অামলাতান্ত্রিক অশুভ অাঁতাত,উদ্যম ফি ও কাটমানির চাহিদা, রাজনৈতিক হস্তক্ষেপ অধিকাংশ ব্লকের ভূমি ও ভূমি সংষ্কার দপ্তরের কাজের গতিতে শিকল পরিয়ে দিয়েছে। প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন জেলা ভূমি ও ভূমি সংষ্কার অাধিকারিককে স্মারকলিপি প্রদান করে অবিলম্বে বকেয়া মিউটেশন ও কনভারসন কেশ সমূহ নিষ্পত্তির দাবী জানিয়েছেন। প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন বলেন মিউটেশন ও কনভারসন কেশের দ্রুত নিষ্পত্তি না হলে সাধারণ মানুষের  ব্যাঙ্কলোন, বেকার ছেলেমেয়েদের স্বনির্ভর প্রকল্প রূপায়ণ  ও গৃহনির্মাণের দুর্ভোগের অন্ত থাকবে না।

No comments