বৃহস্পতিবার কলকাতার কসবা এলাকার ৭৮ নং শুইনহো লেন থেকে দীঘায় পরিবার পরিজন ছাড়াই একাকী বেড়াতে আসেন বসন্ত কুমার পাল (৪০) নামে এক ব্যক্তি উঠে ছিলেন নিউ দীঘার একটি বেসরকারী হোটেলে। শুক্রবার সকালে পেরিয়ে দুপুর পর্যন্ত হোটেলের দরজ…
বৃহস্পতিবার কলকাতার কসবা এলাকার ৭৮ নং শুইনহো লেন থেকে দীঘায় পরিবার পরিজন ছাড়াই একাকী বেড়াতে আসেন বসন্ত কুমার পাল (৪০) নামে এক ব্যক্তি উঠে ছিলেন নিউ দীঘার একটি বেসরকারী হোটেলে। শুক্রবার সকালে পেরিয়ে দুপুর পর্যন্ত হোটেলের দরজা বন্ধ থাকার জন্য হোটেলের কর্মীরা ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে দেখেন ঐ পর্যটক সিলিং ফ্যানে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে। তড়িঘড়ি করে দরজা ভেঙে দীঘা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরিবারের সাথে যোগাযোগ শুরু করছে পুলিশ, কেন কিভাবে এই ঘটনা ঘটেছে এবং হোটেলে একা এক ব্যক্তিকে কেন থাকতে দেওয়া হলো তার তদন্ত শুরু করেছে।গলায় ফাঁস লাগানো অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তবে মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে, কিভাবে মৃত্যু তাঁর তদন্ত শুরু করেছে দীঘা থানার পুলিশ।
No comments