Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রেকিং!! হলদিয়া তে দুইশ পার কোভিড ১৯

পূর্ব মেদিনীপুর জেলার করণা ভাইরাস দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। সারা জেলাজুড়ে আতঙ্কের বাতাবরণ সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে  জেলা জুড়ে প্রায় অনেকেই মারা গেছেন ।করোনা আক্রান্ত হয়ে নির্বাচনের আগেই ভ্যাকসিনের প্রথম ডোজ শুরু হলেও অনেকেই ন…

 




পূর্ব মেদিনীপুর জেলার করণা ভাইরাস দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। সারা জেলাজুড়ে আতঙ্কের বাতাবরণ সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে  জেলা জুড়ে প্রায় অনেকেই মারা গেছেন ।করোনা আক্রান্ত হয়ে নির্বাচনের আগেই ভ্যাকসিনের প্রথম ডোজ শুরু হলেও অনেকেই নিতে চাননি। কিন্তু দ্বিতীয় ঢেউ যখন আছড়ে পড়েছে সারা জেলাজুড়ে মানুষ আতঙ্কিত হয়ে ছুটছে স্বাস্থ্যকেন্দ্রে। কভিড ১৯ ভ্যাকসিন নেওয়ার জন্য লাইন পড়েছে। আর হলদিয়ায় ভ্যাকসিনের আকাল পড়েছে ।শিল্পশহর হলদিয়া বিভিন্ন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিক পাঠরত ছাত্র ছাত্রীরা বাড়ি ফিরছেন তাদের কোভিড পরীক্ষা হলদিয়া মহাকুমার হাসপাতাল এবং সুতাহাটা আমলাট গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে ভিড় জমেছে। হাসপাতালে পরীক্ষা করতে গিয়ে যারা সুস্থ ছিলেন তারা অসুস্থ হয়ে পড়ছেন। কারণ একসঙ্গেই যারা সংক্রমণ নিয়ে পরীক্ষা করার জন্য গেছেন তারা সকলেই ভিড়ে ঠাসা জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। হলদিয়া শহরে সুতাহাটা গ্রামীণ আহাট হাসপাতলে কভিড ১৯ পরীক্ষা করার জন্য প্রায় ৫০ জন উপস্থিত ছিলেন। তার মধ্যেই আজকেরই প্রায় ১৭ জন পজেটিভ। চিন্তিত  স্বাস্থ্য দপ্তর । তাদের তরফ থেকে তাদেরকে ঔষধ নিয়ে যাবার জন্য এবং কিভাবে থাকবেন তা বুঝিয়ে বললেন। ভয়ের কোন কারণ নেই। তাদেরকে সাহস যোগালেন। কিন্তু যারা আজকের পজেটিভ হল তারা বাড়ি ফিরবে কি করে ?সেটাই এখন বড় চিন্তা হয়ে দাঁড়িয়েছে যারা বাসে এসেছেন তারা তো ফিরবে। তাদের পজেটিভ বাসে টোটো ভ্যান রিক্সা যখন যাবে তাদের ছোঁয়া হবে তাহলে কেন স্বাস্থ্য দফতরের উদ্যোগে বাড়িতে হোম আইসোলেশনে থাকার জন্য বললেও বাড়ি পৌঁছে দেওয়া হবে না। সেই প্রশ্ন উঠছে। সুতাহাটা গ্রামীণ হাসপাতাল আজ প্রায় ১৭ জন পজেটিভ হওয়ায় এলাকায় যেমন স্বাস্থ্য দপ্তর চিন্তিত ।তবে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে সব রকমের সহযোগিতার আশ্বাস দিলেন পজেটিভ  রোগীদের জন্য। হলদিয়া মহাকুমা হাসপাতাল আজকের কোভিড নাইনটিন পরীক্ষা করা হয় ।সব মিলিয়ে শিল্প নগরী হলদিয়া পজেটিভ প্রায় 200 ফেললো। হলদিয়ার মানুষ আতঙ্কে রয়েছেন কিন্তু এখনো অনেক বাজারে দোকানে মাক্স বিহীন মানুষ ঘুরছে ।এখনো সচেতন হয়নি ইতিমধ্যে হলদিয়া পৌরসভার চেয়ারম্যান হলদিয়া মহকুমা শাসকের কাছে আলোচনা করেছেন  যাতে  ভিন রাজ্যের ট্রাক ড্রাইভার হেলপার আসছেন তাদেরকেই সিটি সেন্টারে থার্মাল স্ক্যানিং করা হোক ।না হলে হলদিয়া ধীরে ধীরে ভয়ঙ্কর রূপ নিচ্ছে।

No comments