অবহেলার স্রোতে ভাসতে ভাসতে চলে গেছি অনেকটা ,স্রোতের প্রতিকূলে সাঁতার কাটা কী ভীষণ কঠিন ,অনুকূলে গা ভাসিয়ে- কত সহজেই থাকা যায় ।অভ্যাস পরিবর্তনের অভ্যাসটা শেখা হয়নি আজও ,তীরে আসার আকাঙ্খায় প্রহর গুনেছি প্রতীক্ষায় থেকেছি অনুকূল…
অবহেলার স্রোতে ভাসতে ভাসতে
চলে গেছি অনেকটা ,
স্রোতের প্রতিকূলে সাঁতার কাটা
কী ভীষণ কঠিন ,
অনুকূলে গা ভাসিয়ে-
কত সহজেই থাকা যায় ।
অভ্যাস পরিবর্তনের অভ্যাসটা শেখা হয়নি আজও ,
তীরে আসার আকাঙ্খায় প্রহর গুনেছি
প্রতীক্ষায় থেকেছি অনুকূল অবস্থার
খড়কুটো ধরে বাঁচতে চেয়েছি
হাত পা ছুঁড়েছি অবিরাম।
জীবন সংগ্রাম বোধহয় এমনই হয় ।
No comments